দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করে খালেদ-রানাদের বোলিং তোপে ২৮০ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। জবাবে প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে টাইগাররা।
আজ শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে খালেদের প্রথম শিকার নিশান মাদুশকা। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে প্রাথমিক বিপত্তি সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে।
দলীয় ৪০ রানের মাথায় একই ওভারে করুনারত্নে ও মেন্ডিসকে ফেরান খালেদ। নতুন দুই ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দীনেশ চান্দিমালও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ম্যাথিউজ ৫ এবং চান্দিমাল ৯ রান করে ফিরে যান।
দলীয় ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন ম্যাচের হাল ধরেন কামিনদু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। এই দুইজনের ২০২ রানের অনবদ্য জুটিতে ভর করেই ২৮০ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।
কামিনদু ১০২ রান করে নাহিদ রানার বলে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর ধনাঞ্জয়া সেঞ্চুরি হাকিয়ে নাহিদ রান শিকার হন। এই জুটি ভেঙে গেলে অল্প সময়ের মধ্যেই গুটিয়ে যায় লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ও নাহিদ রানা ৩টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া শরিফুল ও তাইজুল ১টি করে উইকেট নিয়েছেন।
দিনের শেষদিকে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ১০ ওভার ব্যাট করে ৩২ রান তুলতেই ফিরে গেছেন জাকির-শান্ত-মুমিনুলরা। দিনশেষে ২৪৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ব্যাট অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম। লঙ্কানদের হয়ে ভিশ্ব ফার্নানদো ২টি ও কাসুন রাজিথা ১ টি উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৮০/০ (৬৮ ওভার)
বাংলাদেশ: ৩২/৩ (১০ ওভার)
আরও পড়ুন: অভিষেক ম্যাচে মাঠে নামার আগে রানাকে যা বলেছেন শান্ত
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এমটি