Connect with us
ক্রিকেট

সামর্থ্য থাকলেও ধারাবাহিকতা নেই বাংলাদেশের : যুবরাজ

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে যুবরাজ। ছবি- সংগৃহীত

ইতোমধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্ট খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশ। অবশ্য বাজে ফর্মে জর্জরিত টাইগার শিবির থেকে এবার বড় কোন প্রত্যাশার বাণী শোনা যায়নি। তবে চলমান বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের বিশ্বকাপে শুভেচ্ছা দূত হিসেবে থাকছেন ভারতীয় এই সাবেক ব্যাটার। এক আয়জনে বিভিন্ন দলের বিষয়ে মন্তব্য করার একপর্যায়ে যুবরাজ সিং বাংলাদেশের বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি মনে করেন টাইগারদের সামর্থে কোন ঘাটতি নেই। তবে ধারাবাহিক ভাবে ভালো করতে পারে না দলটি।

যুবরাজ সিং বাংলাদেশ ক্রিকেট দলকে বেশ বিপজ্জনক বলে অভিহিত করেন। এর আগেও সাকিব-শান্তরা বেশ কিছু চমক দেখিয়েছে। তবে তিনি সেসবকে কেবল অঘটন বলছেন। কেননা এই ফরমেটে ধারাবাহিকভাবে ভালো করতে পারছেনা টাইগাররা। গণমাধ্যমের সামনে যুবরাজ বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনা আছে। তারা খুবই বিপজ্জনক দল। আগেও বেশ কিছু অঘটন ঘটিয়েছে তারা।’

তবে বাংলাদেশ দলের অধারাবাহিক পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। যা বাংলাদেশ করতে পারছে বলে আমি দেখিনি। আমার মনে হয় তাদের সেই সামর্থ্য আছে। আপনাদের অপেক্ষা (কী ঘটে দেখার জন্য) করতে হবে এবং দেখতে হবে।’

সেমিফাইনালে কারা খেলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নো অস্ট্রেলিয়ানন্স (অস্ট্রেলিয়া বাদে অন্য কোনও দল)।’ তবে শিরোপা জয়ের ক্ষেত্রে নিজ দেশ ভারতকে এগিয়ে রাখছেন এই সাবেক ক্রিকেটার। তিনি মনে করেন ভারত পূর্ণ সামর্থ্য দিয়ে খেলতে পারলে চলতি আসরের শিরোপা জিততে পারে।

‘আমি বিশ্বাস করি আমাদের বড় টুর্নামেন্ট জেতার আত্মবিশ্বাস আছে। ভারত যদি নিজের ওপর বিশ্বাস রাখে এবং তারা যদি তাদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী খেলে, তাহলে শিরোপা জিততে পারে। ভরত আইসিসি ট্রফি জিতেছে অনেকদিন হয়ে গেছে। আশা করছি এবার আমাদের দল এই অপেক্ষার অবসান ঘটাবে।’

তবে যুবরাজের নজর এখন কেবল আসরের সবথেকে হাই ভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচের (৯ জুন) দিকে, ‘আমি সেদিকেই তাকিয়ে আছি। আসলে ভারত-পাকিস্তানের ম্যাচ কখনও (মাঠে এসে) দেখিনি। আমি খেলেছি এমন ম্যাচ আছে, আর টিভিতে দেখেছি। মাঠে এসে এবারই প্রথম দেখব। চাপটা কেমন তাই জানি না।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের জয়ে বাংলাদেশকে অশ্বিনের খোঁচা

ক্রিফোস্পোর্টস/২জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট