বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলের এবারের আসর শুরু হয়েছে সপ্তাহখানেক হলো। এরই মধ্যে শেষ হয়েছে টুর্নামেন্টের ঢাকা-পর্বের খেলা। সাধারণত মিরপুরের মাঠে রান কম হলেও এবার দেখা যাচ্ছে চার ছক্কার ফুলঝুড়ি। তবে এদিকে অনেকটা হোম ভেন্যুর সুবিধা পেয়েও তেমন একটা জ্বলে উঠতে পারেনি ঢাকা ক্যাপিটালস। প্রথম পর্বে তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত তারা পায়নি জয়ের দেখা।
মূলত নিজেদের ব্যাটিং ইউনিটের ব্যর্থতার কারণে পুরো দমে নিজেদের মেলে ধরতে পারছে না ঢাকা। থিসেরা পেরেরাকে অধিনায়ক করে নতুন রূপে এক দল গড়েছিল চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার শাকিব খান। যেই দলে লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজসহ রয়েছে অসংখ্য জাতীয় দলের ক্রিকেটার। তবে ব্যাটিং অর্ডার সম্মিলিত ভাবে পারফর্ম করতে না পারায় সফল হতে পারছে না তারা।
তাই এবার দলের শক্তিমত্তা বাড়াতে বিপিএল চলার মাঝপথেই নতুন ক্রিকেটার যুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। যেখানে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। সিলেট পর্ব শুরু হওয়ার আগেই ঢাকার ব্যাটিং লাইন আপ আরও সমৃদ্ধ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে আজ থেকেই দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হয়েছেন এই টাইগার ক্রিকেটার।
দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোষ্টের মাধ্যমে বিষয়টা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই দেখছে ক্যাপিটালস সমর্থক ও ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন:
» মাইলফলক স্পর্শে ১ রানের আক্ষেপ, দীর্ঘায়িত হলো অপেক্ষা
» বিসিবিতে ফারুক-ফাহিমের দূরত্বের সর্বশেষ পরিণতি
এর আগে ২০১৬ সালে এই বিপিএল দিয়েই নিজেকে চিনিয়ে ছিলেন মোসাদ্দেক। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলেও জায়গা করে নেন তিনি। লাল সবুজের জার্সিতেও বেশ কিছুদিন অবদান রাখেন এই টাইগার ক্রিকেটের। তবে এরপর ফর্মহীনতায় ধীরে ধীরে দলের বাইরে চলে যান এই ক্রিকেটার। সবশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন সৈকত।
এদিকে এখন পর্যন্ত টুর্নামেন্টে তিন ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি ঢাকা ক্যাপিটালস। বিপিএলের উদ্বোধনী দিনেই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমে ৪০ রানে পরাজিত হয়েছিল ঢাকা। এরপর দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৭৪ রান সংগ্রহ করেও রাজশাহীর বিপক্ষে ম্যাচ বাঁচাতে পারেনি তারা। খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছিল ক্যাপিটালসরা। আগামীকাল দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে লিটন সৈকতরা।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৫/আইআর/এফএএস