বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে আজ দুপুর আড়াইটায় মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে মাঠে নামে দুর্দান্ত ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সে ম্যাচে ঢাকার কাছে যেন পাত্তাই পেল না কুমিল্লা। মোসাদ্দেক হোসেন সৈকতের দল ম্যাচটি ৫ উইকেটে জিতে নিয়েছে।
শুরুতে টসে হেরে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা ঢাকা। ব্যাটিংয়ে এসে শুরুটা ধীরগতিতে করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ধীরগতির উইকেটে ইনিংসের বাকি সময়টাও এভাবেই এগিয়েছে। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে চতুরঙ্গা ডি সিলভার বলে ওপেনার লিটন দাস আউট হয়ে সাজঘরে ফেরেন। পটে আরেক ওপেনার ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয় দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়লেও বড় রানের ভীত এনে দিতে পারেননি তারা।
দলীয় ১৩০ রানে তাওহীদ হৃদয় পেসার তাসকিন আহমেদের বলে আউট হলে ১০৭ রানে জুটি ভাঙে। তাওহীদ ৪১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। অল্পের জন্য তাওহীদ হাফ সেঞ্চুরি মিস করলেই আসরের প্রথম অর্ধ চতক তুলে নিতে ভুল করেননি ইমরুল কায়েস। ৫৬ বলে ৬৬ রান করে তাসকিনের শিকার হন দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা ওপেনার।
পরে শেষ দিকে খুশদিল শাহর ৫ বলে ১৩ রানপর কল্যাণে ১৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে বিপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার হয়ে ৪ ওভার বল করে ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচের সেরা বোলার শরিফুল ইসলাম। তাসকিন ৩০ রান খরচায় নেন ২ উইকেট।
চ্যালেঞ্জিং স্কোর দাড় করিয়ে ঢাকাকে মোটেই চ্যালেঞ্জ জানাতে পারেনি লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। উদ্বোধনী জুটিতে ১০১ রান তুলে ফেলে ঢাকার দুই ওপেনার দানুশকা গুনাতিলাকা ও নাইম শেখ। দু’জনেই স্পিনার তানভীর ইসলামের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন। নাইম শেখ ৪০ বলে ৫২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দলীয় ১০৬ রানে ৪২ বলে ৪১ করে তানভীরের শিকার হয়ে গুনাতিলাকাও আউট হয়ে যান। লাসিথ ক্রুসপুলে ৮ বলে ৫ রান করেন এবং সাইফ হাসান করেন ৭ রান।
তবে ইরফান শুক্কুর খেলেন ১৬ বলে ২৪ রানের কার্যকরী ইনিংস এবং চতুরঙ্গা ডি সিলভার ১ বলে ৬ রানে ৩ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় দুর্দান্ত ঢাকা। কুমিল্লার হয়ে ২৭ রান খরচায় ২ উইকেট পান তানভীর ইসলাম। পেসার মোস্তাফিজুর রহমান আজ কিছুটা খরুচে ছিলেন। ৩ ওভার ৩ বলে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট।
আরও পড়ুন: বিপিএলের প্রথম দিনেই স্টেডিয়ামে দর্শকদের চাপ
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৪/এমএস/এমটি