ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে উঠল মোহামেডান। প্রথমার্ধ্বে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধ্বে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেছে আলফাজ আহমেদের দলটি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ফেডারেশন কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। প্রথমদিকে তেমন আক্রমণে যায়নি কোনো দল। তবে ৩৮তম মিনিটের মাথায় এগিয়ে যায় আবাহনী। ওয়াশিংতনের বক্সে বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
বিরতি থেকেই ফিরেই ৫১তম মিনিটে এমানুয়েল সানডের গোলে সমতায় ফেরে মোহামেডান। ৫৪ তম মিনিটে আবারো আবাহনীর জালে আঘাত হানেন সানডে। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন এই নাইজেরিয়ান মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সাদাকালো জার্সিধারীরা।
গ্রুপপর্বের তিন ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা মোহামেডান। অপরদিকে এক ম্যাচ হেরে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করলো আবাহনী।
আরও পড়ুন: সেঞ্চুরি, হ্যাটট্রিক ও রেকর্ডের ম্যাচে কুমিল্লার বিশাল জয়
ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৪/এমটি