বিপিএলের দশম আসরে দুর্দান্ত ঢাকার শুরুটা দুর্দান্ত হলেও শেষটা হয়েছে খুবই হতাশাজনক। নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর যেন জিততেই ভুলে গেছে রাজধানী শহরের দলটি। আসরে নিজেদের শেষ ম্যাচেও হেরে লজ্জাজনক ১১ হারের রেকর্ড দিয়ে টুর্নামেন্টে শেষ করল ফ্রাঞ্চাইজিটি।
চট্টগ্রামে আজ (১৭ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে দুর্দান্ত ঢাকা। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের হয়ে তানজিদ হাসান তামিম ৭০ এবং অ্যালেক্স রস ৪৮ রান করেন।
ঢাকার হয়ে আজও সেরা বোলার শরিফুল ইসলাম। চার ওভারে মাত্র ১৭ রান খরচায় ২টি উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং শন উইলিয়ামস ও মোসাদ্দেক হোসেন ১টি করে উইকেট নেন।
১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা। এরপর নাঈম শেখ ও অ্যালেক্স রসের ৫১ রানের জুটিতে স্কোরবোর্ডে কিছুটা রান তুলতে সক্ষম হয় দলটি। ৬০ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রানে ফিরে যান নাঈম। এরপর অ্যালেক্স রসের ৫৫ এবং শেষদিকে মোসাদ্দেক হোসেন ও ইরফান শুক্কুরের ব্যাটে কিছুটা জয়ের আশা দেখে ঢাকা।
শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিলো ২২ রান। তবে ওভারের প্রথম বলে চার হাকালেও শেষ পর্যন্ত ১১ রান তুলতে সক্ষম হয়েছে মোসাদ্দেক ও ইরফান। ১৪৯ রানে সমাপ্ত হয়েছে ঢাকার ইনিংস। ১০ রানে হেরেছে তাসকিন-শরিফুলরা। চট্টগ্রামের হয়ে অধিনায়ক শুভাগত হোম ২টি এবং বিলাল খান, সালাউদ্দিন শাকিল ও শহিদুল ইসলাম ১টি করে উইকেট শিকার করেছেন।
এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে খুলনাকে টপকে টেবিলের চারে উঠে এসেছে চট্টগ্রাম। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট চট্টগ্রামের একধাপ উপরে রয়েছে ফরচুন বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৫৯/৬ (২০ ওভার)
দুর্দান্ত ঢাকা: ১৪৯/৫ (২০ ওভার)
ফলাফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ রানে জয়ী
আরও পড়ুন:আরিফুল-হাওয়েলের রেকর্ড জুটিতেও শেষ রক্ষা হলো না সিলেটের
ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এমটি