বিপিএলের গত কয়েক আসর ধরেই ব্যর্থ ঢাকা ফ্রাঞ্চাইজি। তবে এবারের আসরে বেশ প্রত্যাশা জাগিয়ে দলটির মালিকানায় আসেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে মালিকানা পরিবর্তন হলেও বদলায়নি ঢাকা ফ্রাঞ্চাইজির ভাগ্য। বরাবরের মতো এবারের আসরেও বেশ হতাশ করেছে বন্দর নগরীর দলটি। ২০২৫ বিপিএলে ৩ ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পাননি লিটন-মুস্তাফিজরা।
শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস। এ ম্যাচে ঢাকাকে ২০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মেহেদি হাসান মিরাজের দল।
এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকা ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২২ বলে ১ চার ও ২ ছক্কার মারে এই রান তোলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আরও পড়ুন:
» সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতির ইতিবাচক বার্তা
» রাজশাহীকে হারিয়ে ২০২৫ বিপিএলের প্রথম জয় পেল চিটাগাং
ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে আসে ৩০ রান। ১৭ বলে ৭ চারের মারে দ্রুতগতির এই ইনিংস খেলেন নাঈম। আরেক ওপেনার উইলিয়াম বোসিস্তো ২৮ বলে করেন ২৬ রান। এছাড়া জিয়াউর রহমান ১৫ বলে ২২ এবং শেষদিকে আবু হায়দার রনি ৮ বলে ২১ রানের বিধ্বংসী এক ক্যামিও ইনিংস খেলেন।
ঢাকার হয়ে চাতুরাঙ্গা ডি সিলভা ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া মুস্তাফিজ, থিসারা পেরেরাসহ ছয় বোলার ১টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই হোঁচট খায় ঢাকা। মিরাজ-রনিদের বোলিং তোপে দলীয় ৪১ রানেই ৬ উইকেট হারায় ঢাকা। তানজিদ তামিম (১৯) ছাড়া শীর্ষ পাঁচের কোনো ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পাননি। তবে শেষদিকে একাই লড়ে গেছেন অধিনায়ক থিসারা পেরেরা। একইসঙ্গে ২০২৫ বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নিয়েছেন এই তিনি। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেন এই লঙ্কান অলরাউন্ডার।
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সক্ষম হয় ঢাকা। পেরেরা ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ৬০ বলে ৯ চার ও ৭ ছক্কার মারে এই রান করেন এই লঙ্কান তারকা।
খুলনার হয়ে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া আবু হায়দার রনি ২টি এবং জিয়াউর রহমান ১টি উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইগার্স: ১৭৩/৮ (২০ ওভার)
ঢাকা ক্যাপিটালস: ১৫৩/৬ (২০ ওভার)
ফলাফল: খুলনা টাইগার্স ২০ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/বিটি