Connect with us
ক্রিকেট

দলে ৬ পরিবর্তন এনেও হারল ঢাকা, রংপুরের পাঁচে পাঁচ

Dhaka loses despite making 6 changes to the team, Five to five of Rangpur
ঢাকাকে হারিয়ে টানা পাঁচ জয় তুলে নিয়েছে রংপুর। ছবি- সংগৃহীত

বিপিএলের গত কয়েকটি আসর ধরেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে আসছে ঢাকা ফ্রাঞ্চাইজি। তবে এবারের বিপিএলে নতুন মালিকানায় বেশ প্রত্যাশা জাগিয়েছিল ফ্রাঞ্চাইজিটি। তবে তাতেও ভাগ্য বদলায়নি দলটির। চলতি আসরে এখনো প্রথম জয়ের খোঁজে ঢাকা ক্যাপিটালস। ঢাকা পর্বে টানা তিন হারের পর সিলেটে প্রথম জয়ের খোঁজে নিজেদের চতুর্থ ম্যাচে ৬ পরিবর্তন এনে একাদশ সাজিয়েও হেরেছে রাজধানীর দলটি। অন্যদিকে ৫ ম্যাচে টানা পাঁচ জয় নিয়ে উড়ছে রংপুর রাইডার্স।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিপিএলের ১১তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ১১১ রান করে গুটিয়ে যায় ঢাকা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

এদিন একাদশে ৬ পরিবর্তন এনেছে ঢাকা ক্যাপিটালস। যার মধ্যে রয়েছে দুইজন বিদেশি এবং চারজন দেশি ক্রিকেটার। আগের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে বেশ ভুগেছে ঢাকা। ব্যাটিং শক্তিমত্তা বাড়াতে দলে যুক্ত হয়েছে ইংলিশ তারকা জেসন রয়। প্রথম ম্যাচ খেলার পর বাদ পড়া হাবিবুর রহমান সোহান ফেরেন দলে। এছাড়া বহুল আলোচিত সাব্বির রহমান ও সদ্য দল পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতও জায়গা করে নেন একাদশে।

আরও পড়ুন:

» ওয়েস্ট ইন্ডিজ সফরে যে কারণে বাংলাদেশ দলে নেই জাহানারা

» কোহলিকে যে বার্তা দিলেন এবি ডি ভিলিয়ার্স

অন্যদিকে বোলারদের মধ্যে মুকিদুল ইসলাম ও আফগানিস্তানের আমির হামজা জায়গা করে নেন একাদশে। তবে এই ছয় পরিবর্তন নিয়েও ব্যর্থ হয়েছে ঢাকা। বিশেষ করে ব্যাটাররাই ম্যাচ ডুবিয়ে দিয়ে গেছেন।

বিপিএল খেলতে গতকাল রাতে ঢাকা শিবিরে যোগ দেন জেসন রয়। আর আজ খেলতে নেমে ১২ বলে ১৮ রান করে ফিরেছেন এই ইংলিশ তারকা। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে এসেছে ১২ বলে ১৪ রান। সবসময় ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম আজ নেমেছেন তিনে। তার ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ২০ রান।

তবে আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন দাস। ওপেনিংয়ের পরিবর্তে চারে নেমে ১৩ বলে ৯ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া দলে সুযোগ না পেয়ে আলোচনায় আসা সাব্বির করেছেন মাত্র ২ রান এবং অধিনায়ক থিসারা পেরেরা গোল্ডেন ডাক মেরেছেন। তবে শেষদিকে মোসাদ্দেকের ১২ এবং আলাউদ্দিন বাবুর ১৬ রানে ভর করে একশ পেরোতে সক্ষম হয় ঢাকা।

রংপুরের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন নাহিদ রানা। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই গতিময় পেসার। এছাড়া আকিফ জাভেদ ও খুশদিল শাহ ২টি করে উইকেট শিকার করেছেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অ্যালেক্স হেলসের ৪৪ এবং খুশদিল শাহর ২৭ রানে ভর করে সহজের জয়ের তীরে পৌঁছে যায় রংপুর। এছাড়া সাইফ হাসানের ব্যাট থেকে আসে ১৩ রান। ঢাকার পক্ষে ১ টি করে উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ক্যাপিটালস: ১১১/১০ (১৬.৩ ওভার)
রংপুর রাইডার্স: ১১৩/৮ (১৩.২ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাহিদ রানা ৩/২১ (৪ ওভার)

ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট