বেশ ঢাকঢোল পিটিয়েই বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির সূচনা করেছিলেন চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। কাগজে কলমে অনেকটা ভারসাম্য রেখেই গড়েছিলেন ঢাকা ক্যাপিটালস দল। তবে বিপিএলের শুরুটা একদমই ভালো হয়নি থিসেরা পেরেরার নেতৃত্বাধীন ঢাকার। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও পরাজয় বরণ করল ক্যাপিটালসরা।
আজ বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ৭ উইকেটে পরাজিত হয় ঢাকা। সেদিন টুর্নামেন্টের ইতিহাসে সেরা বোলিং করেন রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। তার একার ৭ উইকেট শিকারে ১৭৪ রান তুলতে পারে ঢাকা ক্যাপিটালস। বিপরীতে ১১ বল হাতে রেখেই এনামুল হক রায়ান বার্লের ঝড়ো ফিফটিতে লক্ষ্য পূরণ করে নেয় রাজশাহী।
এর আগে প্রথম ম্যাচ হারের পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে বোলিং করতে আসে দুর্বার রাজশাহী। এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ তামিমকে হারায় ঢাকা। পরপর দুই ওভারে উইকেট দুটি তুলে নেন তাসকিন আহমেদ। এরপরে দলের হাল ধরেন স্টিফেন স্কিনজি। তিনি খেলেন ২৯ বলে ৪৬ রানের ইনিংস। শাহাদাত দিপুর সঙ্গে গড়েন ৭৯ রানের জুটি।
৪১ বলে ৫০ রান করে আউট হন দিপু। এরপর শেষ দিকে থিসারা পেরেরা, শুভাম রঞ্জি ও আলাউদ্দিন বাবুর ছোট ছোট ক্যামিও ইনিংসে ভর করে প্রতিপক্ষকে ১৭৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় ঢাকা। আর প্রথম ইনিংসের শেষ দিকে দুই ওভারে আরও ৫ উইকেট শিকার করে বিপিএল ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট তুলে নেয়ার রেকর্ড গড়েন তাসকিন।
আরও পড়ুন:
» বিপিএলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকদের ভয়াবহ কাণ্ড
» বিপিএলে তাসকিনের নতুন ইতিহাস, নাম লেখালেন বিশ্ব রেকর্ডে
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ২ উইকেট হারায় রাজশাহী। তবে এরপর ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন এনামুল হক বিজয়। ২২ রান করে ইয়াসির আউট হলে রায়ান বার্লের সঙ্গে শত রানের জুটি গড়েন এনামুল। যেখানে দুজনেই তুলে নিয়েছেন নিজেদের অর্ধশতক। এনামুলের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৭৩ রান। আর বার্ল খেলেন ৩৩ বলে ৫৩ রানের ইনিংস।
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৫/এফএএস