দাপুটে জয় দিয়ে বিপিএল মিশন শুরু করেছে দুর্দান্ত ঢাকা। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে এসে সে দাপট ধরে রাখতে পারেনি শরিফুল-তাসকিনরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের হারের পর এবার তৃতীয় ম্যাচে এসে রংপুর রাইডার্সের বিপক্ষে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে রাজধানী শহরের দলটি।
শনিবার (২৭ জানুয়ারি) সিলেটে আসরের ১২তম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় দুর্দান্ত ঢাকা। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকার দলপতি মোসাদ্দেক হোসেন। রংপুরের হয়ে ৪৬ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ওপেনিংয়ে নামা বাবর আজম।
এছাড়া আজমতুল্লাহ ওমরজাইয়ের ৩২, নুরুল হাসানের ২৬ ও ব্রান্ডন কিংয়ের ২০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রান সংগ্রহ করে রংপুর।
১৮৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয় ঢাকা। ব্যাট হাতে অ্যালেক্স রস ৩৫ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা কোন কাজে আসেনি। অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৩ ওভারে ১০৪ রানেই গুটিয়ে যায় ঢাকা।
রংপুরের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন মেহেদি হাসান। ৩.৩ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। এছাড়া ২ টি করে উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৮৩/৮ (২০ ওভার)
দুর্দান্ত ঢাকা: ১০৪/১০ (১৬.৩ ওভার)
ফলাফল: রংপুর রাইডার্স ৭৯ রানে জয়ী
আরও পড়ুন: তামিমের ফরচুন বরিশালের টানা তিন হার, চট্টগ্রামের তৃতীয় জয়
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৪/এমটি