Connect with us
ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ : আবাহনী-মোহামেডানের শিরোপার লড়াই আজ

DPL 2025
ঢাকা প্রিমিয়ার লিগ। ছবি- সংগৃহীত

শেরেবাংলা স্টেডিয়ামে আজ মাঠে নামছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব—আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আজকের ম্যাচকে আনুষ্ঠানিকভাবে “ফাইনাল” বলা না হলেও, কার্যত এটি শিরোপা নির্ধারণী ম্যাচ হিসেবেই দেখা হচ্ছে।

শেষ রাউন্ড শেষে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী। মোহামেডান পেয়েছে ২৪ পয়েন্ট। আজ আবাহনী জিতলেই টানা তৃতীয়বারের মতো তারা চ্যাম্পিয়ন হবে। এমনকি ম্যাচটি ড্র হলেও বা পরিত্যক্ত হলেও ট্রফি উঠবে আবাহনীর হাতেই। অন্যদিকে মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে হলে জয়ের কোনো বিকল্প নেই। পয়েন্ট সমান হলেও প্রথম পর্বের সাক্ষাতে জয় পাওয়ায় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকবে মোহামেডান, ফলে তারা ১৫ বছর পর দশম শিরোপা ঘরে তুলতে পারবে।


আরও পড়ুন

» আইপিএলে ১৪ বছরের বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ড

» যে কীর্তিতে ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন তাইজুল


তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মোহামেডান পাচ্ছে না তাদের অধিনায়ক তাওহিদ হৃদয়কে। আচরণবিধি ভঙ্গের কারণে সুপার লিগের শুরু থেকেই তিনি নিষিদ্ধ। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন রনি তালুকদার। সুপার লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে পড়ে মোহামেডান।

তবুও তাদের স্কোয়াডে আছেন মাহমুদউল্লাহ, রনি তালুকদার, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে টেস্ট দলের ব্যস্ততার কারণে আজ খেলবেন না তাইজুল ইসলাম, যিনি এ পর্যন্ত ২৩ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, আবাহনী কিছুটা কম অভিজ্ঞ দল হলেও পারফরম্যান্সে তারা এগিয়ে। ওপেনার পারভেজ হোসেন ৭৭০ রান করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বোলিংয়ে রাকিবুল হাসান (৩০ উইকেট) ও মোসাদ্দেক হোসেন (২৮ উইকেট) রয়েছেন শীর্ষ দুই স্থানে।

আবাহনী-মোহামেডান মানেই আলাদা রকম উত্তেজনা। কাগজে-কলমে পরিসংখ্যান যতই কিছু বলুক না কেন, এই ম্যাচে ফলাফল নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্সেই। আজ সন্ধ্যায় জানা যাবে, কার হাতে উঠবে ২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/আইএএইচআর/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট