Connect with us
ক্রিকেট

‘ধোনি আমার বাবার মতো’—কৃতজ্ঞতা জানিয়ে মাথিশা পাথিরানা

MS Dhoni Matheesha Pathirana
মাথিশা পাথিরানা ও এমএস ধোনি। ছবি- সংগৃহীত

মাথিশা পাথিরানা, যিনি ২০২২ সালে ইনজুরিতে আক্রান্ত অ্যাডাম মিলনের স্থলাভিষিক্ত হিসেবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর সঙ্গে যোগ দিয়েছিলেন, এখন আইপিএলে সিএসকের অন্যতম নির্ভরযোগ্য পেসার। মাত্র ১৯ বছর বয়সে সিএসকে-তে যোগ দেওয়ার পর তিন বছর কেটে গেয়েছে, এবং এখন তিনি ডেথ ওভারে তার গতির সঙ্গে টো-ক্রাশিং ইয়র্কার বল করে নিয়মিত ম্যাচের ভাগ্য বদলে দেন।

আইপিএল ২০২৫ এর মেগা-অকশনে শ্রীলঙ্কান এই সিমারকে ১৩ কোটি রুপি অঙ্কে ধরে রেখেছে সিএসকে।

শুক্রবার (৪ এপ্রিল) সিএসকে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে, যেখানে মাথিশা পাথিরানা তার মেন্টর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আরও পড়ুন

» আইপিএলে নজির গড়লেন শ্রীলঙ্কান স্পিনার কামিন্দু মেন্ডিস

» কেভিন ডি ব্রুইনার আবেগময় ঘোষণা : ছেড়ে যাচ্ছেন ম্যানচেস্টার সিটি


মাথিশা পাথিরানার মা ভিডিওতে বলেছেন, ধোনির সম্পর্কে বলার মতো কোনো শব্দ নেই। আসলেই তিনি ঈশ্বরের মতো। মাথিশা, যেমন সে তার বাবার প্রতি শ্রদ্ধা দেখায়, তেমনই ধোনির প্রতি শ্রদ্ধা দেখায়।

পাথিরানা তার মেন্টরশিপ সম্পর্কে কথা বলেন এবং জানান, ধোনি তাকে শুধু ক্রিকেটের দিক দিয়ে নয়, ব্যক্তিগতভাবেও সাহায্য করেছেন। ২২ বছর বয়সী এই পেসার ধোনিকে তার ‘ক্রিকেটের বাবা’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ধোনি আমার বাবার মতো, কারণ সিএসকে-তে থাকাকালীন যে সহায়তা, মেন্টরশিপ এবং গাইডেন্স তিনি আমাকে দিয়েছেন, সেটা ঠিক এমনই, যেমন আমার বাবা আমার বাড়িতে করেছিলেন।

ডকুমেন্টারিতে পাথিরানা তার প্রথম সাক্ষাৎটি স্মরণ করেছেন, যখন তিনি সিএসকেতে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, তখন ধোনি আমাকে ‘মালি—কেমন আছো?’ বলেছিলেন। মালি শব্দটি আমার ক্রিকেট নাম, ‘বেবি মালিঙ্গা’, কারণ আমি লাসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশন অনুসরণ করি। তবে শ্রীলঙ্কায় মালি মানে ছোট ভাই। একজন কিংবদন্তি আমাকে মালি বলে ডাকেন, এটা সত্যিই বিশেষ ছিল।

ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট