গত জুলাইয়ে ৪৩ পেরিয়ে ৪৪ বছরে পা রেখেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দল থেকে অনেক আগেই অবসর নিলেও এখনও ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) মাতিয়ে বেড়াচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে আইপিএলের আগামী আসরে তাকে পাওয়া যাবে কিনা এই বিষয়টি এখনও নিশ্চিত নয়।
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। যার ফলে অনেকেই ভেবেছিলেন ২০২৩ আইপিএলই ছিল তার শেষ আসর। তবে বয়সের বাধা হার মানিয়ে আইপিএলে এক নতুন রূপে আবির্ভূত হন সাবেক চেন্নাই কাপ্তান। দল নকআউট পর্বে উঠতে ব্যর্থ হলেও ব্যাট হাতে নিজের ক্যারিশমা দেখিয়েছেন তিনি।
পুরো টুর্নামেন্ট ১১ ইনিংস ব্যাট করে ৫৩.৬৭ গড়ে ১৬১ রান করেছিলেন তিনি। যেখানে স্ট্রাইক রেট ছিল ২২০.৫৫। বয়স বাড়লেও তার ব্যাটের ধার যে কমেনি সেটা তার ব্যাটিংয়েই স্পষ্ট। এর ফলে তার ভক্তরাও আশাবাদী হয়েছেন। অনেকেই আশা করছেন, আইপিএলে অন্তত আরো এক আসর খেলবেন ধোনি। যদিও তার খেলার বিষয়টি এখনো অনিশ্চিত।
আরও পড়ুন:
» যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে কাছে যা চাইলেন নাজমুল আবেদীন
» বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে ৯ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট
ধোনির আরও একটি আইপিএলে খেলা অনিশ্চিত হলেও অসম্ভব কিছু নয়। সম্প্রতি তার এক বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, এখনই অবসরে যাচ্ছেন না তিনি। আইপিএলের নিলামের আগে খেলোয়াড় ধরে রাখার সিদ্ধান্তের ওপর তার সিদ্ধান্ত নির্ভর করছে। এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘আগে দেখি নিলামে খেলোয়াড় ধরে রাখা নিয়ে কী নিয়ম চালু হয়। নতুন নিয়ম চালু হলে সিদ্ধান্ত নেব। তবে সবার আগে দলের স্বার্থ।’
মূলত আইপিএলের আগের নিয়মে নিলামের আগে চারজন খেলোয়াড় ধরে রাখতে পারতো ফ্রাঞ্চাইজিগুলো। তবে আগামী আইপিএলে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামের ছয়জন খেলোয়াড় ধরে রাখার সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী আইপিএলের নিলামের আগে চারজন থেকে আরও দুইজন বাড়িয়ে মোট ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।
এমন নিয়ম চালু হলে আরো একটি আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে দেখা যেতে পারে ধোনিকে। তবে সেটা নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর।
ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/বিটি