ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কদের কাতারে থাকবেন তিনি। ভারতের ক্রিকেটকে যিনি আমূল বদলে দিয়েছেন। এমনকি ভারতের সর্বকালের সেরা অধিনায়কের দৌড়ে থাকবেন তিনি। বলছি মহেন্দ্র সিং ধোনির কথা। তিনি সফল অধিনায়ক হওয়ার পরও ভয় পেতেন একটা বিষয়ে। নিজের সম্পর্কে এই অজানা তথ্যটা দিয়েছেন নিজেই।
ক্রিকেট বিশ্বে ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত ধোনি চাপের মুখে অনেক কঠিন সিদ্ধান্ত নিতেন। মাথা ঠান্ডা রাখায় তার বিশেষ খ্যাতি রয়েছে। তার পরিচালনায় অনেক হেরে যাওয়া ম্যাচ জিতেছে ভারত। সেই ধোনিও অধিনায়কত্ব করতে ভয় পেতেন। ভয় পেতেন সিদ্ধান্ত নিতেও।
তার মাথার মধ্যে কি চলছে তাকে দেখে বোঝায় যেত না। বিশ্বের অন্যতম সফল অধিনায়কদের মধ্যে তিনি একজন। কিন্তু এই ধোনিও যে চাপের মুখে ভয় পেতেন। নিজের সম্পর্কে অজানা কাহিনী শোনালেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার।
আইপিএল থেকে বিদায় নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। বিদায়ের পর পরই অস্ত্রোপচার করাতে লন্ডনে গিয়েছেন ধোনি। পরে তার আইপিএলের দল চেন্নাই একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে ধোনি নিজের অধিনায়ক জীবনের কথা জানিয়েছেন।
ভারতীয় এই সেরা হার্ড হিটার বলেন, “ভয় পাওয়া প্রয়োজন। কারণ, ভয় না পেলে মাঠে দাঁড়িয়ে সাহসী কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমিও চাপের মুখে অনেক ভয় পেতাম। সেই ভয় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করত আমাকে। কারণ, আমার মধ্যে তখন হারার ভয় থাকত। সবাই বলে আমি নাকি ভয় পেতাম না। আসলে সেটা সত্যি নয়।”
আরও পড়ুন: শান্তদের হতাশার দিনে ইমরুল কায়েসের রহস্যময় স্ট্যাটাস
ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/এইচআই/এজে