চলতি মৌসুমের আইপিএল থেকে চেন্নাইয়ের বিদায় ঘণ্টা বাজার পর থেকেই ফের ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও ধোনি নিজে থেকে এ বিষয়ে এখনো মুখ খোলেননি। ধোনি আগেই চেন্নাইয়ের সমর্থকদের কথা দিয়ে রেখেছিলেন, ঘরের মাঠে খেলেই আইপিএল থেকে অবসর নিবেন। কিন্তু আইপিএলের প্লে-অফ খেলতে চেন্নাই ব্যর্থ হওয়ায় এবার আর সে সুযোগটা পাচ্ছে না আইপিএলের সফলতম এই অধিনায়ক।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় ধোনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে, সবার আগে বেঙ্গালুরু ছেড়ে রাঁচি চলে যান তিনি। ধোনির অবসর নিয়ে দলের এক কর্তা জানিয়েছেন, অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিতে ধোনি কয়েক মাস সময় চেয়েছেন।
গণমাধ্যমকে চেন্নাইয়ের সেই কর্তা জানান, ‘ধোনি চেন্নাই ফ্র্যাঞ্চাইজির কাউকেই বলেনি, সে অবসর নিতে যাচ্ছে। ও ম্যানেজমেন্টের থেকে কিছু মাস সময় নিয়েছে। তারপরে অবসরের বিষয়ে সে তার সিদ্ধান্ত জানাবে।’
সেই কর্তা আরও বলেন, ধোনির সিদ্ধান্ত পুরোপুরি তার উপরই ছেড়ে দিয়েছে চেন্নাই। এ বিষয়ে তাদের কোনো তাড়াহুড়োও নেই বলে জানান তিনি, ‘ধোনির মাথায় এ নিয়ে এখন কি চলছে সেটা সে ই ভালো বলতে পারবে। তাই আমরা তার উপরই সবটা ছেড়ে দিয়েছি। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে।’
ধারণা করা হচ্ছে, আগামী নিলামের আগেই ধোনি তার সিদ্ধান্ত ম্যানেজমেন্টকে জানিয়ে দেবেন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গত বছর থেকেই চোট জেঁকে ধরেছে ধোনিকে। গত বছর ইনজুরি নিয়ে কাটানোর পর চলতি আইপিএলের আগেই হাঁটুর অস্ত্রোপচার সেরে আইপিএল দিয়েই মাঠে ফেরেন মাহি। কিন্তু সমস্যা পুরোপুরি দূর না হওয়ায় ব্যাটিং অর্ডার পেছানোর পাশাপাশি কম বল মোকাবিলা করার চেষ্টা করেছেন চলতি আসরে।
যদিও এই অবস্থাতেও ব্যাট হাতে কচু কাটা করেছেন প্রতিপক্ষ বোলারদের। তাই কোনো তাড়াহুড়োর দিকে না এগিয়ে ভেবে চিন্তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে এমএসডি।
আরও পড়ুন: সিটিকে টানা চার প্রিমিয়ার লিগ জেতানো গার্দিওলা ক্লাব ছাড়ছেন?
ক্রিফোস্পোর্টস/২০মে২৪/এমএস/বিটি