Connect with us
ক্রিকেট

ধোনির বিকল্প যে তিন ক্রিকেটার চেন্নাইয়ের রাডারে

মহেন্দ্র সিং ধোনি। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই বিদায় নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে নিয়মিত খেলছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। দীর্ঘদিন যাবত চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে গেল বছর দলের নেতৃত্ব ছাড়ার পর থেকে আলোচনা শুরু হয়েছে ধোনির সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে।

যদিও চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ চাইছেন আরও ২/১ বছর ধোনিকে দলে রেখে দিতে। তবে যাই হোক, একটা সময় পর ক্রিকেট ব্যাট-গ্লাভস তাকে তুলে রাখতেই হবে। তখন তার বিকল্প হিসেবে দলে থাকবে কে, সেটাও ভাবতে হচ্ছে সিএসকে কতৃপক্ষকে। কারণ দলে ধোনির মতো বিশেষজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার আর নেই।

এদিকে ধোনি আর কতদিন ক্রিকেট খেলবেন সেটা তার একান্ত সিদ্ধান্ত। বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষের বিভিন্ন নিয়মে পরিবর্তন আনার বিষয়টিও মাথায় রাখতে হবে। সব মিলিয়ে ধোনি যদি ক্রিকেট থেকে বিদায় নেন, এতে যাতে বিপাকে পড়তে না হয় চেন্নাইকে সেই বিষয়ে নজর রাখতে চাইবে কর্তারা।

এরই মধ্যে জানা গেছে ধোনির বিকল্প হিসেবে তিন উইকেটরক্ষক ব্যাটার আছেন সিএসকের পছন্দের তালিকায়। যেখানে সবার আগে আসবে ঋষভ পান্থের নাম। তিনি বর্তমানে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ধোনির মতোই উইকেটের পিছনে সিদ্ধ হস্ত এই ভারতীয় তারকা ক্রিকেটার। ব্যাট হাতেও অসাধারণ।

চেন্নাইয়ের পছন্দের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন জাতীয় দলের জার্সিতে মাঠ মাতানো আরেক ক্রিকেটার ঈশান কিশান। তিনি খেলছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। ধোনির মতো তিনিও ঝাড়খণ্ড থেকে উঠে আসা ক্রিকেটার। ব্যাট ও গ্লাভস উভয় হাতেই বেশ পারদর্শী তিনি। ঋশভ পান্থ ও ইশান কিশান দুজনের বয়সই কম। তাই তাদের দলে নিতে পারলে লম্বা সময় নিশ্চিন্ত হতে পারবে সিএসকে কর্তৃপক্ষ।

এরপর এই তালিকার তৃতীয় নম্বরে থাকা ক্রিকেটার হলেন লোকেশ রাহুল। তিনি লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। তবে প্রথম দুই ক্রিকেটারের তুলনায় তার বয়স কিছুটা বেশি। অবশ্য এখনও ব্যাট ও গ্লাভস হাতে বেশ কার্যকরী হতে পারেন এই ক্রিকেটার। সব মিলিয়ে এই তিন ক্রিকেটারের দিকে আগে নজর থাকবে চেন্নাই কর্তৃপক্ষের।

তবে তার আগে বড় কথা হচ্ছে এই ক্রিকেটারদের তাদের দল আদৌ নিলামে তুলবে কিনা! যদি শেষ পর্যন্ত এই তিন ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের পরবর্তী দল, তবে তাদের একজনকে দলে নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে চেন্নাই সুপার কিংস। যদিও এখনও নিশ্চিত নয় মহেন্দ্র সিং ধোনি আগামী মৌসুমে খেলবেন কিনা।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত টেস্ট : মাঠে বসে দেখতে কত গুনতে হবে?

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট