Connect with us
ক্রিকেট

পারলো না ধোনির চেন্নাই, টানা দুই জয় কোহলিদের

DHONI KOHLI
এবারের আসরে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় জয় পেল আরসিবি

বারবার হেভিওয়েট দল গড়েও এখনো আইপিএলের শিরোপা জেতা হয়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এবার তাই শিরোপার দিকে শুরু থেকেই নজর রেখেছে বিরাট কোহলিদের দল। চলতি আসরের প্রথম দুটি ম্যাচেই জয় তুলে নিলো তারা। রাতে ধোনির চেন্নাইকে ৫০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।

শুক্রবার (২৮ মার্চ) রাতে ঘরের মাঠে টস জিতে ফিল্ডিং বেছে নেয় চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ। ব্যাটিংয়ে নেমে রজত পাটীদারের ৩২ বলে ফিফটি পেরোনো এবং সল্ট, কোহলি ও দেবদূত ও টিম ডেভিডের ব্যাটে ভর করে ১৯৬ রান তোলে আরসিবি।

১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভার শেষ হলেও ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। এদিন শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ধোনি।


আরও পড়ুন:

» হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল

» সাকিবের ফেরার অপেক্ষায় বিসিবি, তবে বাধা আছে যেখানে


আরসিবির ইনিংসে পাটীদার ৫১, সল্ট ১৬ বলে ৩২, কোহলি ধীরগতিতে ৩০ বলে ৩১ রান করেন। পরে দেবদূত ১৪ বলে ২২ এবং টিম ডেভিড মাত্র ৮টি বল খেলে অপরাজিত ২২ রানের ইনিংস খেলে দলকে দুশো রানের কাছাকাছি নেন।

RCB

হেজেলউডের স্পেলেই এগিয়ে যায় কোহলির বেঙ্গালুরু।

চেন্নাইয়ের হয়ে নূর আহমেদ ও মাহেশ থিকসেনা উইকেট পেলেও রান খরচে কিপটেমি করতে পারেননি। নূর ৩টি ও থিকসেনা ২টি উইকেট নেন। খলিল আহমেদ ও অশ্বিন একটি করে উইকেট নেন।

প্রায় দুশো ছোঁয়া লক্ষ্য পেরোতে গিয়ে দলীয় ২৬ রানের মাথায় তিন টপঅর্ডারকে হারিয়ে বসে চেন্নাই। রাচীন রবীন্দ্র ৩১ বলে ৪১ রানের ইনিংস খেললেও বাকিরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। শেষ দিকে জাদেজা ১৯ বলে ২৫ ও ধোনি ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান।

আরসিবির হয়ে জস হেজেলউড দুর্দান্ত বোলিং করে ২১ রানে ৩টি উইকেট তুলে নেন। ইয়াশ দয়াল ও লিয়াম লিভিংস্টোন দুটি করে এবং ভুবনেশ্বর কুমার একটি উইকেট নেন। এবারের আসরে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়  জয় পেল আরসিবি

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট