ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতই ৭ নম্বর জার্সিতে সুপারস্টার ভারতের ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলের জার্সিটা অনেকে আগেই তুলে রেখেছেন এমএস ধোনি—তবে বন্ধুত্বটা এখনো অটুট। অনেকের তো দাবি ধোনির এই ৭ নম্বর জার্সিটা যেন তোলে রাখা হয়।
এই জার্সিতেই ভারকে বিশ্বকাপ এনে দিয়েছেন, গড়েছেন অনেকে রেকর্ড। ভারতের ক্রিকেটে অনন্য ছাপ আছে এই জার্সিতেই। ৭ নম্বরের সঙ্গে ধোনির এমন বন্ধুত্বের বিশেষ কারণও রয়েছে বটে।
৭ নম্বর জার্সিতে ধোনির বন্ধুত্বের বিশেষ কারণ
ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ধোনির জন্ম ৭ম মাসের ৭ তারিখ (৭-৭-১৯৮১)। এছাড়া ১৯৮১ এর ৮-১ এ ৮ থেকে ১ বিয়োগ করলে ৭ হয়। এছাড়াও ৭ নম্বরকে ভাগ্যবান নম্বর বলেও ধারণা করা হয়। মূলত এসব কারণেই ক্যারিয়ার জুড়ে ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়েছেন ভারতের সাবেক কাপ্তান।
নিজের জার্সি নম্বর নিয়ে ধোনি বলেন, ওই তারিখে আমি পৃথিবীতে এসেছি। এছাড়া জন্মের মাসটাও সপ্তম মাস। আমার জন্মের বছরের শেষ দুটি সংখ্যা থেকে ১ বাদ দিলে ৭ হয়। তাই যখন আমাকে প্রথম জিজ্ঞাসা করা হয়, তুমি কোন সংখ্যার জার্সি চাও, তখন আমার উত্তরটা সহজ ছিল।
এদিকে বিশ্ব ক্রিকেটকে বিদায় বলে দিলেও ধোনি এখনও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আসন্ন আসরেও মাঠে দেখা যাবে ক্যাপ্টেন কুল’কে। সেখানেও ৭ নম্বর জার্সিইতেই তাকে দেখা যাবে।
আরও পড়ুন: যে কারণে সবার মুখে মুখে মাহমুদউল্লাহর প্রশংসা
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এসএ