ফুটবলে ৭ নম্বর জার্সিকে বিশেষভাবে মূল্যায়ণ করা হলেও ক্রিকেটে সাধারণত জার্সি নম্বরকে অতটা বিবেচনার চোখে দেখা হয় না। তবে ক্রিকেটেও ৭ নম্বর জার্সিকে একজন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ভারতের সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের অধিনায়ক হিসেবে দেশকে সম্ভাব্য সকল শিরোপারই স্বাদ দিয়েছেন এই কিংবদন্তি। সেই ধোনিকেই এবার বিশেষভাবে সম্মানিত করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সফলতার বিচারে ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে সম্মান জানাতে এবার ধোনির জার্সি নম্বরটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অর্থাৎ জাতীয় দলে কোন ভারতীয় ক্রিকেটার কখনোই আর ৭ নম্বর জার্সি পরতে পারবেন না। ধোনি অবসরে যাওয়ার পর অবশ্য কোন ক্রিকেটারই এখন পর্যন্ত তার ৭ নম্বর জার্সি গায়ে চাপায়নি। শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সির পর এবার ধোনির ৭ নম্বর জার্সিও অবসরে গেল।
দেশটির বোর্ড ইতোমধ্যে জানিয়েও দিয়েছে যে, এমএসডি’র জার্সি নম্বর আর কেউ পরতে পারবে না৷ বিসিসিআইয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘তরুণ ক্রিকেটার এবং বর্তমানে যারা দলে খেলছেন সবাইকে জানিয়ে দেয়া হয়েছে যে, ধোনির ৭ নম্বর জার্সি তারা পরতে পারবে না। নতুনদের এখন থেকে ৭ এবং ১০ নম্বর জার্সি বাদ দিয়ে অন্য জার্সি পরতে হবে।’
ধোনি জাতীয় দলের হয়ে সবশেষ ২০১৯ সালে খেলার পর থেকে আর কেউ অবশ্য তার ৭ নম্বর জার্সি পরেননি। শচীনের জার্সিও সংরক্ষিত আছে। তবে শার্দুল ঠাকুর তার আন্তর্জাতিক ক্যারিয়ারে শুরুর দিকে শচীনের ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। কিন্তু সে সময় বিষয়টি নিয়ে এত সমালোচনার মুখে পড়তে হয় যে, বোর্ড তাড়াতাড়ি ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবার ধোনির জার্সির ক্ষেত্রেও বোর্ডকে একই রকম সিদ্ধান্ত নিতে দেখা গেল।
ক্যাপ্টেন কুল তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। এছাড়া আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ পাঁচ বার শিরোপা জিতে আসরটির সফলতম অধিনায়কও এই ভারতীয় মাস্টারমাইন্ড।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এমএস/এমটি