Connect with us
ক্রিকেট

গুজরাটের রান পাহাড় টপকে ধোনির চেন্নাইয়ের পঞ্চম শিরোপা জয়

ফাইনাল যেমন হওয়ার কথা তেমনই হলো। নাটকীয়তা, উত্তেজনা, ক্ষণে ক্ষণে রঙ বদলানো, কী ছিল না এই ম্যাচে।

ফাইনালের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেলে পরদিন রিজার্ভ ডেতে মাঠে গড়ায় মহারণ। তবে এ ম্যাচ ঘিরেও শঙ্কা ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে জমজমাট হয়েছে ম্যাচ। শেষ পর্যন্ত গুজরাটের রান পাহাড় টপকে ধোনির চেন্নাই সুপার কিংস তাদের পঞ্চম শিরোপা জয় করে নিলো।

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ম্যাচে ৫ উইকেটের জয়ে আইপিএল শিরোপা ঘরে তুলল মহেন্দ্র সিং ধোনিরা।

সোমবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়ায় ফাইনাল।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে আইপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড ২১৪ রান করে গুজরাট টাইটান্স।

ধোনিরা পাহাড়সম রান তাড়া করতে নামলে প্রথম ওভারেই নামে বৃষ্টি। পরে ১৫ ওভারে চেন্নাইয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭১ রানের বিশাল অংক। নানা নাটকীয়তা ও উত্তেজনা ভরা ম্যাচটি গড়ায় শেষ বল পর্যন্ত, শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে জয়ের বন্দরে পৌঁছে দেন জাদেজা।

শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ১৩ রান। প্রথম চার বল থেকে আসে মাত্র ৩ রান।

এতে উত্তেজনার পারদ আরও বাড়তে থাকে। কারণ শেষ দুই বলে দরকার ১০ রান। ক্রিজে ছিলেন চেন্নাইয়ের দুই ব্যাটার দুবে ও জাদেজা। শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে চার হাঁকিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন জাদেজা।

আরও পড়ুন: বর্ষসেরা পুরস্কার হাতে পেয়ে যা বললেন লিটন-সাবিনা

ক্রিফোস্পোর্টস/৩০মে২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট