Connect with us
ফুটবল

মেসিকে টপকে ডি মারিয়া ছুটছেন রোনালদোর রেকর্ডের পেছনে

Angel Di Maria
আনহেল ডি মারিয়া। ছবি- সংগৃহীত

কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসর ঘোষণা করেছিলেন আনহেল ডি মারিয়া। তবে ক্লাব ফুটবলে দিব্বি ছুটে চলেছেন এই আর্জেন্টাইন তারকা। বয়স বাড়ার পাশাপাশি যেন নিজেকে আবারো মেলে ধরতে শুরু করেছেন তিনি। এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভেঙেছেন সতীর্থ মেসির এক রেকর্ড; ছুটে চলেছেন রোনালদোর পেছনে।

বর্তমানে তিনি খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে। চলমান উয়েফা চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৩ জয় তুলে নিতে পেরেছে ক্লাবটি। টুর্নামেন্টে এখন পর্যন্ত গোলের দেখা না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছেন ডি মারিয়া। আর এতেই পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে।

চ্যাম্পিয়ন্স লিগে এতদিন সর্বোচ্চ অ্যাসিস্ট করার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন মেসি। যেখানে তিনি সতীর্থদের দিয়ে গোল করিয়েছিলেন ৪০ টি। এবার মেসিকে টপকে ওপরে উঠে আসলেন ডি মারিয়া। তার সামনে এখন যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো ও সাবেক ওয়েলশ তারকা রায়ান গিগস।

আরও পড়ুন:

» রোনালদোর আল-নাসরের ম্যাচসহ আজকের খেলা (২৯ নভেম্বর ২৪)

» কাল মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান, ম্যাচটি দেখবেন যেভাবে

এই দুই ফুটবলার সমান ৪২ টি করে অ্যাসিস্ট করেছেন চ্যাম্পিয়নস লিগে। আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার সামনে এখন সুযোগ রয়েছে রোনালদোর রেকর্ড ভেঙে শীর্ষে উঠে আসার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন লিওনেল মেসি এবং রোনালদো। তারা দুজনেই বর্তমানে খেলছেন ভিন্ন লিগে।

এদিকে ডি মারিয়ার বর্তমান ফর্ম দেখে ধারণা করাই যায় রোনালদোর রেকর্ডে ভাগ বসাতে খুব একটা দেরি করবেন না তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর যেন নতুন উদ্যমে ছুটে চলেছেন ক্লাবের হয়ে। সম্প্রতি ঘরোয়া লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে বাইসাইকেল কিকে গোলসহ হ্যাটট্রিক করেছিলেন এই ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল