Connect with us
অন্যান্য

কোয়ার্টার ফাইনালে হেরে অলিম্পিক স্বপ্ন শেষ দিয়া-রুবেলের

Diya-Rubel
হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। ছবি- সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে আজ এশিয়ান কোটার লড়াইয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে নামেন বাংলাদেশের দুই আর্চার – হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। দু’টি আলাদা খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে দু’জনেই হেরে যাওয়ায় তাই প্যারিস অলিম্পিকে আর যাওয়া হচ্ছে না তাদের। ফাইনালে উঠতে পারলে দু’জনেই অলিম্পিকে খেলার সরাসরি সুযোগ পেতেন।

রুবেল খেলতে নামেন হংকংয়ের ইয়ন চাইয়ের সঙ্গে। দু’জনের দুর্দান্ত লড়াই ৫-৫ সেটে সমতা হলে খেলা যায় শুট অফে। সেখানে রুবেলের তীর স্পর্শ করে বোর্ডের নয়ে। ইয়ন চাইয়ের তীর দশের নিকটে লাগায় হাকিম আহমেদ রুবেলকে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয়।

প্রথম সেটে রুবেল হেরে গেলেও দ্বিতীয় সেটে ২৯-২৬ পয়েন্টে জিতে দুর্দান্ত কামব্যাক করেন। তৃতীয় সেট ড্র হয় ২৭-২৭ পয়েন্টে। চার নম্বর সেটে রুবেল বেশি বাজে খেলায় ২৩-২৭ পয়েন্টে হেরে বসেন। শেষ অর্থাৎ পাঁচ নম্বর সেটে দুর্দান্ত লড়াইয়ে ২৯-২৮ পয়েন্টে জিতে নেন রুবেল। পরে অবশ্য টাইব্রেকে গিয়ে শেষমেশ হারতে হয় রুবেলকে।

সকালে অনুষ্ঠিত রিকার্ভ নারী এককে বাংলাদেশের দিয়া সিদ্দিকীও মালয়েশিয়ার ডানিয়ার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে হেরে যান। প্রথম ৪ সেট ৪-৪ এ সমতা রেখেছিলেন দিয়া। কিন্তু শেষ সেটে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হেরে কোয়ার্টার থেকে বিদায় নেন বাংলাদেশের অন্যতম সেরা এই আর্চার।

প্রথম সেটে হেরে গেলেও দ্বিতীয় সেট জিতে নিয়ে কাম ব্যাক করেন দিয়া। তৃতীয় সেটে ফের ডানিয়া জিতে যায়। চতুর্থ সেটে ডানিয়াকে ২৮-২৭ পয়েন্টে হারিয়ে ফের সমতা ফেরান দিয়া। পরে ম্যাচ নির্ধারণী পঞ্চম সেটে গিয়ে দিয়ার তিন তীর মিলে স্কোর হয় ২৭ আর ডানিয়ার তিন তীর মিলে ২৮ স্কোর হলে ৪-৬ সেট পয়েন্টে হেরে যায় দিয়া।

আরও পড়ুন: এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানকে বিদায় জানালো আইসিসি!

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৩/এমএস/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য