আগেই ইউরোপ থেকে বিদায় নিয়ে ছোট বেলার ক্লাব ন্যাসিওনালে যোগ দিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ন্যাসিওনাল থেকে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যোগ দিয়ে বেশ সুখের সময়ই পার করছিলেন লিভারপুল, বার্সেলোনার সাবেক এই তারকা। এবার নির্ধারিত চুক্তির আগেই বর্তমান ক্লাব গ্রেমিও ছেড়ে নতুন করে গুঞ্জনের পালে হাওয়া দিলেন এই উরুগুইয়ান তারকা।
সুয়ারেজের সাথে গ্রেমিওর চুক্তি ছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আকস্মিক কারণে সেই চুক্তি থেকে সরে এসেছেন তিনি। বিখ্যাত স্প্যানিশ গণমাধ্যম মার্কাও এর আগে সংবাদ ছাপিয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাসেই নাকি ক্লাব ছেড়ে যাবেন এই স্ট্রাইকার। পুরনো বন্ধু মেসির সাথে আবারো এক ক্লাবে খেলার আগ্রহ থেকেই নাকি সুয়ারেজের এমন সিদ্ধান্ত। তবে তা শেষ পর্যন্ত কতটুকু সত্য হয় তা সময়ই বলে দেবে।
গত রবিবার ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে তার শেষ ম্যাচটিও খেলে ফেলেছেন সুয়ারেজ। ম্যাচে তার করা একমাত্র গোলেই ভাস্কো দা গামার বিপক্ষে জয় নিশ্চিত করে গ্রেমিও। ম্যাচ শেষে গ্যালারি ভর্তি ভক্ত-সমর্থকরা দাঁড়িয়ে তাকে অভিবাদনও জানায়। এ সময় সুয়ারেজের সাথে তার স্ত্রী-সন্তানেরাও মাঠে উপস্থিত ছিলেন। গ্রেমিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজকে বিদায় জানিয়ে লেখে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সুন্দর একটি অধ্যায় লেখা হলো যেটার নায়ক ছিলে তুমি। যেখানেই থাকো তোমার জন্য শুভ কামনা রইলো। তোমার জীবন আনন্দময় হোক।’
গ্রেমিও কোচ রেনাতো গোচোও ‘এল পিস্তোলেরো’র ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে তাকে ক্লাবটির অলটাইম গ্রেট বলে উল্লেখ করেন। সাথে সুয়ারেজকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলেও তাকে প্রশংসায় ভাসান রেনাতো। ম্যাচ শেষে তার পরবর্তী গন্তব্য মায়ামি কি না এমন প্রশ্নের জবাবে কিছুটা অনিশ্চয়তা রেখে দিয়েছেন সুয়ারেজ, ‘আমি আপাতত আমার পরিবারের সাথে সময় কাটাতে চাই, বিশ্রাম নিতে চাই এবং সময়টা উপভোগ করতে চাই। তারপর নিয়তিই বলে দিবে ভবিষ্যতে আমি কি করবো।’
মেসি, বুস্কেটস, আলবার সাথে বেশ কয়েক বছর একসাথে বার্সায় খেলেছেন এই উরুগুইয়ান তারকা। অনেকেই ধারণা করছেন এই তিন জনের সঙ্গে যুক্তরাষ্ট্রে ফের এক হবেন ৩৬ বছর বয়সী উরুগুইয়ান। তবে বাস্তবতার দিকটিও মাথায় রাখতে হবে, ইনজুরির সাথে দীর্ঘ দিন লড়াই করা সুয়ারেজ তার ক্যারিয়ার আরো লম্বা করবেন কি না সেটাই এখন দেখার পালা।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তামিমের
ক্রিফোস্পোর্টস/০৫ডিসেম্বর২৩/এমএস/এমটি