কদিন আগেই ফ্রেঞ্চ ওপেনে শিরোপা উঁচিয়ে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জয় করেন টেনিসের জীবন্ত কিংবদন্তি নোভাক জোকোভিচ। এবার দাপট দেখাচ্ছেন উইম্বলডনে। ইতোমধ্যেই উইম্বলডনে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছেন সার্বিয়ান এই টেনিস তারকা।
এবার ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের পাশাপাশি উইম্বলডনে নিজের ৮তম শিরোপা উঁচিয়ে ধরতে তার সামনে বাকি আর দুটি ম্যাচ। সেমি ও ফাইনাল জিতলেই ছুঁয়ে ফেলবেন টেনিসের আরেক জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারকে। গত বছর টেনিসকে বিদায় বলে দিয়েছেন ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার।
এদিকে বুধবাদ লন্ডনের অং ইংল্যান্ড ক্লাবের কোর্টে রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে ৪–৬, ৬–১, ৬–৪, ৬–৩ সেটে হারিয়ে সেমিতে পা দেন জোকো। এই জয়ে উইম্বলডনে টানা পাঁচবারের মতো ও সব মিলে ১২ বার সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। এছাড়া এদিন নিজের গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ৪০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন জোকোভিচ। এছাড়াও রুশ প্রতিপক্ষ রুবলেভকে হারিয়ে সেন্টার কোর্টে দীর্ঘ এক দশক অজেয় থাকার কীর্তিও গড়েছেন তিনি।
ম্যাচ শেষে জোকোভিচ বলেন, সবাই আমাকে হারাতে চায়, এই বিষয়টা ভালো লাগে। যেকোনো খেলোয়াড়ই এমন উচ্চতায় যেতে চায়, যাকে অন্যরা হারাতে চায়। আমি লড়াইটা ভালোবাসি।
ফাইনাল স্বপ্ন পূরণে জোকোর সামনে সবচেয়ে বড় বাধা হতে পারে টেনিসের এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কার্লোস আলকারাজ ও তিন নম্বরে থাকা দানিল মেদভেদেভ। এখন পর্যন্ত এবারের আসরে দুজনই টিকে আছেন।
আরও পড়ুন: আত্মবিশ্বাস নিয়ে আমরা টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছি: লিটন
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৩/এসএ