এবারের ফ্রেঞ্চ ওপেন জিতে নিয়েছেন নোভাক জোকোভিচ। সেই সঙ্গে ২৩তম গ্র্যান্ড স্লাম জিতে নিজের রেকর্ড গড়েছেন সার্বিয়ান এই টেনিস তারকা।
রবিবার ফ্রান্সের প্যারিসে নরওয়ের ক্যাস্পার রুডকে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে ট্রফি জিতে নেন জোকোভিচ।
এদিন ম্যাচে প্রথম সেটে তীব্র লড়াইয়ের মুখোমুখি হন ৩৬ বছর বয়সী জোকোভিচ। এতে ৭-১ ব্যবধানে জিতে দ্বিতীয় সেটে দুর্দান্ত খেলেন তিনি। তবে শেষ সেটে প্রতিরোধের মুখে পড়লেও ক্যাস্পার রুডকে হারিয়ে দেন জোকোভিচ।
এ জয়েব পুরুষ এককের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ে আরেক টেনিস তারকা রাফায়েল নাদালকে পেছনে ফেলে এককভাবে শীর্ষস্থানে পৌঁছে গেছেন জোকোভিচ। নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে থাকা সার্বিয়ান এই টেনিস তারকার সামনে এখন ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ী মার্গারেট কোর্ট। আগামী জুলাইয়ে উইম্বলডন জিতে তাকে ছোঁয়ার সুযোগ এখন জোকোভিচের সামনে।
এদিকে উইম্বলডনে এ স্বপ্ন দেখতেই পারেন জোকোভিচ। কেননা উইম্বলডনে সাতবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
অপরদিকে টেনিসে ইতিহাস গড়ে প্রথম খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামের তিনটি জেতা জোকোভিচ ফের টেনিস র্যাংকিংয়ের শীর্ষ অবস্থান নিজের করে নিয়েছেন।
জোকোভিচের কাছে ফাইনাল হেরে রুড বলেন, তুমি নতুন করে টেনিস ইতিহাস লিখেছো। তুমি কতটা সেরা সেটা ব্যাখ্যা করা আমার জন্য কঠিন।
আরও পড়ুন: ফ্রেঞ্চ ওপেন: রেকর্ড গড়ে নারী এককে শিরোপা জিতলেন পোল্যান্ডের সিওনটেক
ক্রিফোস্পোর্টস/১২জুন২৩/এসএ