Connect with us
টেনিস

এবার সার্বিয়ায় ছাত্র আন্দোলন, সমর্থন দিলেন জোকোভিচ

Sarbia Djokovic
সার্বিয়ায় ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছেন নোভাক জোকোভিচ

বাংলাদেশের মতো আন্দোলনে উত্তাল ইউরোপের দেশ সার্বিয়া। দেশটির রাজধানী বেলগ্রেডের রাজপথে কয়েক লাখ মানুষের বিক্ষোভ চলছে। ছাত্র সমাজের নেতৃত্বে কার্যকর রাষ্ট্রের দাবিতে রাস্তায় নেমেছে সার্বিয়াবাসী। সেই আন্দোলনে সমর্থন জানিয়েছেন সার্বিয়ার ক্রীড়াজগতের সবচেয়ে বড় তারকা টেনিসের কিংবদন্তী নোভাক জোকোভিচও

দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয় করা এই তারকা ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন স্বর্ণপদক। সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে নামী ক্রীড়াব্যক্তিত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় আন্দোলনে এসেছে নতুন গতি।

সার্বিয়ার নোভি সাদ শহরে এক রেলস্টেশন ধসে ১৫জন নিহতের ঘটনার পর শুরু হয় আন্দোলন। গত ১৫ নভেম্বরের এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরিতে দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতো না।


আরও পড়ুন:

» বাংলাদেশের নতুন অ্যাওয়ে জার্সি কিনতে কত টাকা গুনতে হবে?

» এক শর্তে টি-টোয়েন্টিতে অবসর ভেঙে মাঠে ফিরবেন কোহলি


এই আন্দোলনের মুখে নভেম্বরে পদত্যাগ করেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও বিচারের আওতায় আসেননি কেউই। গতকাল ১৫ মার্চ ‘ফিফটিন ফর ফিফটিন’ নামে রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ‘তারা এমন এক রাষ্ট্র চান যা সঠিকভাবে কাজ করবে। ক্ষমতায় যেইই থাকুক, ন্যায়বিচারের জন্য ৪ মাস অপেক্ষা করতে রাজি নন সার্বিয়ার এসব বিক্ষোভকারী।

ছাত্রদের এই আন্দোলনে নিজের উপস্থিতি জানান দিয়ে নিজের ইন্সটাগ্রামে আন্দোলনের ছবি এবং ভিডিও স্টোরি দিয়েছেন জকোছিব। সেখানে তিনি লিখেছেন ‘ইতিহাস! অসাধারণ’। এর আগে গত জানুয়ারি মাসেও সার্বিয়ার ছাত্রদের পাশে নিজের অবস্থান জানান দিয়েছিলেন জোকোভিচ।

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস