চলতি বছর ফ্রেঞ্চ ওপেনে শিরোপা উঁচিয়ে ধরে রাফায়েল নাদালকে ছাড়িয়ে গ্র্যান্ড স্লামে সর্বোচ্চ ২৩টি শিরোপা ঘরে তুলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। এবার উইম্বলডনে ফেদেরারের রেকর্ড স্পর্শ করার হাতছানি তার সামনে।
উইম্বলডনে টানা চার ট্রফি জয়ী জোকোভিচের সামনে এবার অষ্টম শিরোপা জিতে টেনিসের আরেক জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারকে ছুঁয়ে দেওয়ার সুযোগ।
এর আগে শুক্রবার লন্ডনের অং ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন পুরুষ এককের প্রথম সেমিফাইনালে ইয়ানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ সেটে হারিয়ে ফাইনালে পা দেন জোকো।
অপরদিকে রেকর্ড গ্র্যান্ডস্ল্যাম জয়ের অপেক্ষায় থাকা জোকোভিচের মুখোমুখি হবেন বর্তমান র্যাংকিংয়ে এক নম্বরে থাকা ২০ বছর বয়সী কার্লোস আলকারাজ। দ্বিতীয় সেমিতে র্যাংকিংয়ে তিনে থাকা দানিল মেদভেদেভ ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছান স্প্যানিশ এ তরুণ টেনিস তারকা। তার সামনে প্রথম বারের মতো উইম্বলডনের শিরোপা জেতার সুযোগ।
গ্র্যান্ড স্ল্যাম এককে ২০২২ সালে ইউএস ওপেনে শিরোপা জয় তার ক্যারিয়ারে একমাত্র শক্তি। ৩৬ বছয় বয়সী জোকোভিচের সামনে আলকারাজকে কঠিন পরীক্ষাই দিতে হবে। রবিবার উইম্বলডনের ফাইনাল ম্যাচে মাঠে নামবেন দুজন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন বানানো কোচ এখন গ্যালারির দর্শকসারিতে
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৩/এসএম