Connect with us
টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে জকোভিচের বিদায়

Djokovic's departure from the semi-finals of the Australian Open
ইয়ানিক সিনারের কাছে ৩-১ সেটে হেরেছে নোভাক জকোভিচ। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (শুক্রবার) মুখোমুখি হয়েছিল সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ও ইতালির টেনিস তারকা ইয়ানিক সিনার। কিন্তু কে ভেবেছিল বিশ্বের শীর্ষ এই টেনিস তারকা পাত্তাই পাবে না ২২ বছরের তরুণ সিনারের কাছে! এর ফলে জকোভিচও রেকর্ড ২৫ তম গ্র্যান্ড স্লাম জিতে সর্বকালের সেরা তারকার তকমা নিজের করে নেয়ার সুযোগটি হাতছাড়া করলেন।

আজ রড লেভার এ্যারেনায় ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল এই দুই তারকা। জকোভিচকে নিয়ে স্বাভাবিকভাবে অনেক প্রত্যাশা থাকলেও ৩ ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে সিনারের কাছে ৩-১ সেটে হেরে বিদায় নিতে হয়েছে বিশ্ব র‌্যাংকিংয়ের ২ নম্বরে থাকা সার্বিয়ান তারকাকে। আর এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে ইতিহাস গড়লেন ইতালির ইয়ানিক সিনার।

সিনারের বিপক্ষে প্রথম দুই সেটেই হেরে পিছিয়ে পড়েন জকোভিচ। সেট দু’টি শেষ হয় ৬-১ ও ৬-২ গেম এ। তৃতীয় সেটটি টাইব্রেকারে গিয়ে জিতে নেন জকোভিচ ৭-৬ (৮-৬) গেমে। কিন্তু চতুর্থ সেটে ৬-৪ গেমে হেরে গেলে ইতিহাস গড়ার স্বপ্নটি ভেঙে যায় সার্বিয়ান তারকার।

রেকর্ড ১১ তম বারের মত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের সুযোগটিও হাত ছাড়া হলো জকোভিচের। সাথে সর্বোচ্চ ২৫ বারের মত গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। শেষ পর্যন্ত লড়াই করেও হারতে হয়েছে এই সার্বিয়ান তারকাকে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন : গাউফকে হারিয়ে সাবালেঙ্কার মধুর জবাব 

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস