আজ থেকে শুরু হতে যাওয়া অবরোধে কোন বিঘ্ন ঘটছে না ঘরোয়া ফুটবলে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে দেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। এরই মধ্যে সারা দেশব্যাপী তিন দিনের অবরোধের ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এই অবরোধের মধ্যেই অনুষ্ঠিত হবে চলমান স্বাধীনতা কাপের ম্যাচগুলো।
স্বাধীনতা কাপের সুচি অনুযায়ী দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। তবে ম্যাচগুলো দুইটি ভিন্ন ভ্যানুতে (কিংস আ্যারেনা ও মুন্সিগঞ্জ) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকার বাইরে নেওয়া হবে না দলগুলোকে। ফলে ম্যাচ দুইটি কিংস আ্যারেনাতেই অনুষ্ঠিত হবে।
আগামী দুই নভেম্বর স্বাধীনতা কাপের তিনটি ভেন্যুতেই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেদিনও শুধু কিংস আ্যারেনায় খেলা হবে।
আরও পড়ুন:শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে উড়ছে আফগানিস্তান
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৩/এমটি