Connect with us
ক্রিকেট

বাংলাদেশের হারকে লজ্জাজনক বলছেন ডোনাল্ড

Allan Donald
অ্যালেন ডোনাল্ড। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সুবর্ণ সুযোগ হয়ে এসেছিল বিশ্বকাপের সেমিফাইনালে খেলার। যে সমীকরনে আফগানদের হারালেই শেষ চারের টিকেট পেতো টাইগাররা, সেটি কঠিন হলেও ছিল না অসম্ভব। তবে শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় সেমিফাইনাল নিশ্চিত করা তো দূরের কথা জয় দিয়েও রাঙাতে পারেনি বাংলাদেশ।

এমন হার কোনক্রমেই মেনে নিতে পারছে না দেশের ক্রিকেট ভক্তরা। ব্যাটারদের অ্যাপ্রোচ এবং ম্যাচ পরবর্তী অধিনায়কের বক্তব্যে অনেকটাই স্পষ্ট যে, একটা সময় পর্যন্ত সুযোগ থাকার পরও আর সেমিতে খেলার আশা করেনি খোদ টাইগার ক্রিকেটাররাই। আর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই হার যেন মেনে নিতে পারছেন না সাবেক প্রোটিয়া পেসার অ্যালেন ডোনাল্ড।

সাদা বিদ্যুৎ খ্যাত বাংলাদেশের এই সাবেক পেস বোলিং কোচ কথা বলেছেন বাংলাদেশের এই ম্যাচ নিয়ে। দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে জানান, ‘সকালে ঘুম থেকে উঠেই খেলা দেখেছি। অবিশ্বাস্য একটা ম্যাচ। আর এমন ম্যাচ যেটা বাংলাদেশের জেতা উচিত ছিল। সেমিফাইনালে যাওয়ার জন্য এরচেয়ে ভালো কোনো সুযোগ তাদের সামনে আসতো না। সত্যিই লজ্জাজনক হার।’

এদিন ম্যাচে ভালো সুযোগ ছিল বাংলাদেশের। তবে একটা সময় পর গিয়ে সেমিতে খেলার কথা মাথায় রাখেননি কোন ক্রিকেটার। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নিজেই বলেছেন, দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ায় কেবল ম্যাচ জয়ের চিন্তা করেছে তারা। ডোনাল্ড যোগ করেন ‘মনে হচ্ছিল ওরা সবাই খেলা বন্ধ করে দিয়েছে। কোনো এক অজ্ঞাত কারণে সবাই পিছিয়ে এসেছিল ম্যাচ থেকে।’ 

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে স্বাচ্ছন্দে খেলতে পারেনি আফগান ক্রিকেটাররা। মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় রশিদ খানের দল। বাংলাদেশ যদি এই লক্ষ্য ১২.১ ওভারে পার করতে পারতো, তবে টাইগারদের কাছে সুযোগ আসতো সেমিফাইনালে খেলার। অবশ্য আফগানদের বোলিং দৃঢ়তায় ও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে সমীকরণ মেলানো দূরের কথা, ম্যাচ জয় করতেই পারেনি টাইগাররা।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার স্বস্তির জয়

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট