অ্যালান ডোনাল্ডকে নিয়ে গুঞ্জন ছিল যে, তিনি বাংলাদেশের পর শ্রীলংকান ক্রিকেটের দায়িত্ব নিবেন। যদিও তিনি জানিয়েছিলেন এখন তিনি পারিবারের সাথে আরও বেশি থাকতে চান, তাদেরকে সময় দিতে চান। তার সেই ইচ্ছাই তাহলে পূরণ হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাতেই নিজের নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন এই প্রোটিয়া কিংবদন্তি।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্লাব ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের কোচিং বহরে সদ্য যোগ দিয়েছেন এই সাবেক প্রোটিয়া বোলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের প্রধান কোচও তার স্বদেশী সাবেক বাংলাদেশী হেড কোচ রাসেল ডমিঙ্গো। ব্যাটিং কোচ হিসেবে আছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলা।
অ্যালান ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহুর্তে। এই এক বছরেই পেসারদের বেশ উন্নতিও হয়েছিল যদিও ২০২৩ বিশ্বকাপে জাতীয় দলের পেসাররা খুব একটা সুবিধা করতে পারেনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২ টেস্টে ৩৩০ উইকেট নেন সাদা বিদ্যুৎ খ্যাত সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। তিনি বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর পদটি এখনও শূণ্যই আছে।
আরও পড়ুন: জোড়া গোলে আল-নাসরের জয়, রোনালদো করলেন নতুন রেকর্ড
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এমএস/এমটি