বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর এক সাক্ষাৎকারে বিদায়ের ইঙ্গিত দিয়ে রাখেন মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ স্কালোনি। এতে করে উৎকণ্ঠিত হয়ে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। শঙ্কা জাগে জাতীয় দলের দায়িত্বে স্কালোনি থাকছেন কিনা তা নিয়ে। এমন পরিস্থিতিতে ভক্ত সমর্থকরা তাকে আকুতি জানাচ্ছেন আর্জেন্টাইন শিবিরে থেকে যাওয়ার জন্যে।
তবে লিওনেল স্ক্যালোনি এখনও আর্জেন্টিনাতেই আছেন। পুহাতোয় পরিবারের সাথে থাকছেন তিনি। এমন সুযোগে আর্জেন্টাইন কোচের সাথে দেখা করতে মুখিয়ে থাকবেন সমর্থকরা। তেমনটাই করলেন এস্কালোনির এক প্রতিবেশী আরা কারাসকো। সাক্ষাতের মুহূর্তটা ক্যামেরা বন্দি করেছেন তিনি। যে ভিডিও পরবর্তীতে টিকটকে আপলোড করেছেন কারাসকো।
ভিডিওতে কারসকো বলেন, ‘লিও (স্কালোনি) আমি এবং ৪ কোটি আর্জেন্টাইন সমর্থক আপনাকে বলতে চাই, আমাদের ছেড়ে যাবেন না’। এরপর হাসির ছলে স্কালোনিকে বলতে শোনা যায়, ‘মন্দ বলনি কথাটা’। স্কালোনির এমন মন্তব্যে আশায় বুক বাঁধতে পারেন আলবিসেলেস্তে ভক্তরা।
স্কালোনির হাত ধরেই ২০২১ সালের কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। এতে করেই দীর্ঘ আটাশ বছর পর শিরোপা খরা কাটিয়েছিল আলবিসেলেস্তারা। তার অধীনে খেলেই ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের সোনালী ট্রফিটা ওঠে মেসিদের হাতে। চলতি ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বেও দুর্দান্ত ছন্দে রয়েছে স্ক্যালোনির শিষ্যরা।
এমন একজন কোচের বিদায়ের আভাস অবশ্যই ভক্ত সমর্থকদের জন্য উদ্বেগের কারণ। তবে তিনি চলে যাবেন নাকি থাকবেন আকাশী-নীলদের ডেরায়, সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। তবে ভক্ত সমর্থকরা কোনোভাবেই ছাড়তে চাইবেন না তাকে। যার একটি প্রমাণ দেখা যায় কারাসকোর আপলোড করা সেই টিকটক ভিডিওর কমেন্ট বক্সে সাধারণ ভক্তদের করা মন্তব্যে।
এর আগে গেল ২২ নভেম্বর মারাকানায় ব্রাজিলকে হারানোর পর ফাকা গ্যালারির সামনে কোচিং স্টাফদের নিয়ে ছবি তোলেন তিনি এবং এক সাক্ষাৎকারে নিজের বিদায়ের বিষয়ে ইঙ্গিত দিয়ে রাখেন। তিনি বলেছিলেন, ‘দলের এখন এমন কাউকে প্রয়োজন, যার সমস্ত ক্ষমতা রয়েছে দলকে দেওয়ার মতো’।
জাতীয় দলে কোচের দায়িত্বে থাকবেন কিনা সে বিষয়ে আলোচনা করবেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সাথে। এর মাঝে জানা গেছে, ৭ ডিসেম্বর আসন্ন কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে যাবেন না তিনি।
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে কাঁদলো মরক্কো, সেমিফাইনালে মালি
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৩/এসএফ/এজে