Connect with us
ক্রিকেট

এবার পারিশ্রমিক ইস্যুতে অভিযোগ তুললেন মুনিম শাহরিয়ার

Munim Shahriar
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার। ছবি- সংগৃহীত

পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেট। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক ইস্যুতে জলঘোলা কম হয়নি। টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক পরিশোধ করতে পারেনি একটি ফ্রাঞ্চাইজি। তবে এরই মাঝে সামনে এলো নতুন বিতর্ক। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ উঠেছে।

ডিপিএলের পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৩-২৪ মৌসুমের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন মুনিম শাহরিয়ার। প্রায় এক বছর হয়ে গেলেও চুক্তির পুরো টাকা এখনও পাননি এই ব্যাটার। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অভিযোগ তুলেছেন মুনিম।

পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলে মুনিম লিখেছেন, ‘প্রাথমিকভাবে পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফের সঙ্গে আমার কথা হয়। সিজন শেষ হওয়ার পূর্বেই আমার পারিশ্রমিক পরিশোধের বিষয়ে তারা প্রতিশ্রুতি দেন। খেলা চলাকালীন সময়ে ক্লাব কর্তৃপক্ষ পারিশ্রমিকের ৫০% পরিশোধ করে। সিজন শেষ হওয়ার পূর্বেই তাদের শতভাগ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল।ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে প্রায় এক বছর হতে চললো; অথচ ক্লাব কর্তৃপক্ষ আমার বাকি ৫০% পারিশ্রমিক পরিশোধ করেননি।’

আরও পড়ুন:

» রাতে বিশ্বরেকর্ড গড়লেন ফুটবলার, সকালেই ক্লাস করলেন স্কুলে

» দেড়শ করে গেইল-কোহলিদের পেছনে ফেললেন জিম্বাবুয়ের ব্যাটার

গত এক বছরে একাধিকবার তারিখ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে তারিখ দিয়েও টাকা পরিশোধ করেননি। উল্টো তার নামে নানা মিথ্যাচার ও অবমাননাকর কথা রটিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ তুলেছেন এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘গত এক বছরে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সাজ্জাদ সাহেব আমাকে ১০ থেকে ১২ টি তারিখ দিয়েছেন অথচ টাকা পরিশোধ করেনি।বরং তিনি টাকা পরিশোধ না করার এক্সকিউজ হিসেবে নানা মিথ্যাচার ও অবমাননাকর কথা রটিয়ে যাচ্ছেন।’

২০২২ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলের নজর কেড়েছিলেন মুনিম শাহরিয়ার। সে বছরই মার্চে আফগানিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে তার অভিষেক ঘটে। তবে ব্যাট হাতে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় জুলাইয়ের জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। সদ্য সমাপ্ত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এই ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট