Connect with us
অন্যান্য

ড. ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

dr yunus and FIFA president
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ড. মুহাম্মদ ইউনুস। ছবি : সংগৃহীত

আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব উৎসব। আর এবারের যুব উৎসবে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে। মূলত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ আমন্ত্রণে আসন্ন যুব উৎসবে যোগ দিবেন ফিফা প্রেসিডেন্ট।

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জলবায়ু বিষয়ক ২৯তম কপ সম্মেলন। যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আর সেই সম্মেলনের এক ফাঁকে ফিফা প্রেসিডেন্টের সাথে স্বল্প সময়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসময় ড. মুহাম্মদ ইউনুস ফিফা প্রেসিডেন্টকে ২০২৫ সালের যুব উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ জানালে ফিফা প্রেসিডেন্ট আমন্ত্রণকে সাদরে গ্রহণও করেছেন। আজ ১২ নভেম্বর (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

উক্ত প্রেস রিলিজে বলা হয়, ‘আজারবাইজানের বাকুতে প্রধান উপদেষ্টা ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগাদানের জন্য আমন্ত্রণ জানান এবং সারাবিশ্বের সবচেয়ে নামিদামি কয়েকটা নারী ফুটবল দলকে বাংলাদেশ আনার জন্য ফিফা প্রেসিডেন্টের সহযোগিতা কামনা করেছেন।

এছাড়াও এসময় কয়েকটি নামি পুরুষ ফুটবল দলকেও যাতে বাংলাদেশে আনা যায় সেই বিষয়েও সহযোগিতা চেয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে।

উল্লেখ্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ২৯ তম আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-এ অংশগ্রহণ করতে ১১ নভেম্বর (সোমবার) আজারবাইজানের বাকুতে পৌছেছেন এবং আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) দেশের উদ্দেশ্য রওনা হবেন তিনি।

আরো পড়ুন : অল্প বয়সেই অনন্য কীর্তি গুরবাজের

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য