Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি প্রকাশ! ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

Crifo ICC

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর। দুয়ারে টুর্নামেন্ট, তবে এখনো ঘোষিত হয়নি চূড়ান্ত সূচি। ভারত পাকিস্তান দ্বন্দ্বের নিরসন না হওয়ায় তা এখনো ঝুলে রয়েছে। কিন্তু এরই মধ্যে খসড়া সূচি প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সে সূচি অনুযায়ী বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ২৩ ফেব্রুয়ারি।

এক্সপ্রেস ট্রিবিউনের বেশ কিছু ম্যাচের সূচিতে দেখা যাচ্ছে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে।

Crifo 222

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান

আগের সূচি অনুযায়ী ২০, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের খেলা হওয়ার কথা। যেখানে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হাইব্রিড মডেলের কারণে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষে এসেছে পরিবর্তন। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। আর ২৭ ফেব্রুয়ারি শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান। মূলত নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কারণে আসতে যাচ্ছে এই পরিবর্তন।


আরও পড়ুন:

» তিন মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জানালো ইংল্যান্ড

» বিপিএলে যুক্ত হচ্ছে যুব এশিয়া কাপজয়ী তামিমের নাম

» আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কে কতবার জিতেছে


২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত যেহেতু পাকিস্তানে সফর করবে না সেহেতু ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। ট্রাভেল টাইম রাখার জন্য এই সূচিতে আনা হচ্ছে পরিবর্তন। যদিও বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। আইসিসি উভয় বোর্ডের সঙ্গে কথা বলে ঘোষণা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ।

ICC Champions Trophy 2025

ভারত পাকিস্তান দ্বন্দ্বের নিরসন হয়নি এখনো।

তাছাড়া এ গ্রুপের বাকি ম্যাচগুলোতেও পরিবর্তন আসবে হাইব্রিড মডেলের কারণে। তবে নির্ধারিত ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২২ ফেব্রুয়ারি বিগ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে একটি সেমিফইনাল। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। সেমিফাইনাল বা অন্যান্য ম্যাচ নয়, শুধু মাত্র ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

ওয়ানডে বিশ্বকাপের পরেই সর্বাধিক জনপ্রিয় আসর চ্যাম্পিয়নস ট্রফি। প্রতি দুবছর পর পর চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। এই টুর্নামেন্ট ঘিরে সবার নজর শিরোপার দিকে।

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২০২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট