শেষ মুহুর্তে দারউইন নুনিয়েজের গোলে নটিংহ্যামকে ০-১ গোলে পরাজিত করেছে লিভারপুল। এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থানকে আরো পাকাপোক্ত করলো অলরেডরা।
শনিবার (২ মার্চ) নটিংহ্যাম ফরেস্টের মাঠ সিটি গ্রাউন্ডে ৯০ মিনিটের নিধারিত সময় শেষে যোগ করা সময় ছিল ৮ মিনিট। সেই যোগ করা ৮ মিনিটও প্রায় শেষ হচ্ছিল। সবাই ধরে নিয়েছিলো ম্যাচটি ড্র হবে, পয়েন্ট হারাবে লিভারপুল। কিন্তু নাটকের তখনো বাকি, আর এমন অন্তিম সময়ে লিভারপুলের ত্রাতা হয়ে দেখা দিলেন দারউইন নুনিয়েজ। এই উরুগুইয়ান ফরোয়ার্ডের শেষ সময়ের গোলে নটিংহাম ফরেস্টকে ১–০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
অলরেডরা নিজেদের সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে শেষ সময়ের গোলে।
এই জয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে এ সপ্তাহেও শীর্ষে থাকা নিশ্চিত করল ইয়ুর্গেন ক্লপের দল। ২৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট পেছনে।
এদিন পয়েন্ট টেবিলের ১৭ নাম্বার দল নটিংহ্যাম ফরেস্টের সাথে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। ম্যাচ জুড়ে নটিংহামে ২৯ শতাংশ বল দখলের বিপরীতে ৭১ শতাংশ বলের দখল ছিলো লিভারপুলের কাছে। সেই সাথে গোল অভিমুখে নটিংহ্যামের ৮ শটের বিপরীতে লিভারপুল শট নেয় ২২ টি।
আরও পড়ুন: এমবাপ্পেকে ছাড়াই অভ্যস্ত হতে চায় পিএসজি
ক্রিফোস্পোর্টস/৩ মার্চ ২৪/আরআর/এমএ