Connect with us
ক্রিকেট

কোচিং স্টাফের অন্যদের চেয়ে বাড়তি বোনাস ফিরিয়ে দিলেন দ্রাবিড়

Rahul Dravid
রাহুল দ্রাবিড়। ছবি- সংগৃহীত

এক দশকের বেশি সময় পর শিরোপা খরা কেটেছে ভারতের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে মধ্য দিয়ে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির বৈশ্বিক শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ম্যান ইন ব্লুসরা। দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হলেও, তার হাত ধরেই অবশেষে সাফল্যের দেখা পেয়েছে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রোহিত-কোহলিদের সাফল্যের পর মোটা অঙ্কের বোনাস ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ মোট ৪২ জনের জন্য মোটা অঙ্কের টাকা বোনাস দিচ্ছে  বিসিসিআই।

যেখানে স্কোয়াডে থাকা ১৫ জন খেলোয়াড়ই পাচ্ছেন ৫ কোটি রুপি করে। আর কোচিং স্টাফের সদস্যরা পাচ্ছেন আড়াই কোটি রুপি করে। তবে প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে খেলোয়াড়দের সমান ৫ কোটি রুপি দিতে চেয়েছিল বিসিসিআই। তবে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই বিশ্বকাপজয়ী কোচ। তিনিও অন্যান্য স্টাফদের সমান বোনাস নিবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন:

» তামিম-আফিফদের নিয়ে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা

» আবারও আইপিএলে ফিরছেন দ্রাবিড়! 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, রাহুল দ্রাবিড় তার জন্য বরাদ্দ ৫ কোটি রুপির বোনাস ফিরিয়ে দিয়েছেন। তিনি ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলিপ ও বোলিং কোচ পরস মামব্রের সমান আড়াই কোটি রুপি বোনাস নেবেন।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘রাহুল সাপোর্ট স্টাফদের সমান আড়াই কোটি রুপি বোনাস নেবেন । আমরা তার অনুভূতিকে সম্মান জানাই।’

এর আগেও ২০১৯ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ থাকাকালীন মোটা অঙ্কের বোনাস ফিরিয়ে দারুণ নজির গড়েছিলেন দ্রাবিড়। সেইবার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর প্রধান কোচ দ্রাবিড়ের জন্য ৫০ লাখ, খেলোয়াড়দের জন্য ৩০ লাখ এবং সাপোর্ট স্টাফে থাকা বাকিদের জন্য ২০ লাখ রুপি বোনাস ঘোষণা করেছিল বিসিসিআই। পরবর্তীতে তার অনুরোধে সবাইকে সমান ২৫ লাখ রুপি করে বোনাস দিয়েছিল দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট