Connect with us
ক্রিকেট

সুব্যক্তিত্ব ফুটিয়ে তুললেন দ্রাবিড়, বোনাসের অতিরিক্ত অর্থ নিতে নারাজ

Rahul Dravid
রাহুল দ্রাবিড়। ছবি- সংগৃহীত

খেলোয়াড় হিসেবে তো বটেই মানুষ হিসেবে আরো বড় রাহুল দ্রাবিড়। ‘দ্যা ওয়াল’ খ্যাত সাবেক ভারতীয় এই ব্যাটার নিজের দল ও দেশের প্রতি যেন ভীষণ নিবেদিত প্রাণ৷ বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে একবার রাহুল দ্রাবিড় সম্পর্কে বলেছিলেন,’আপনি যদি রাহুল দ্রাবিড়কে তার দলের জন্য কাঁচের উপর দিয়ে হাঁটতে বলেন, তাহলে তার একটাই প্রশ্ন হবে-‘কত মাইল’? এটাই আপনাকে বুঝিয়ে দিবে মানুষ হিসেবে রাহুল দ্রাবিড় কতটা সেরা৷ সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রাবিড়কে ৫ কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু সেখানেই নিজের সুব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন দ্রাবিড়৷

কোচিং প্যানেল দ্রাবিড় ছাড়াও সবাইকে আড়াই কোটি রুপির বোনাস দেওয়ার ঘোষণা করে বিসিসিআই৷ কিন্তু দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, কোচিং প্যানেলের সবার মতোই তিনি পাঁচ কোটি রুপির পরিবর্তে আড়াই কোটি রুপি নিতে চান৷

নিবেদন, ধৈর্য, পরিশ্রম আর প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হওয়া- সবকিছুতেই খুঁজে পাওয়া যাবে রাহুল দ্রাবিড়ের নাম৷ ক্যারিয়ার জুড়ে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির ছায়া হয়ে ছিলেন৷ তবে দলের জন্য চুপচাপ নিজের কাজটা গোছালোভাবে করে যেতেন দ্রাবিড়৷

আরও পড়ুন:

» জেমস অ্যান্ডারসন : লর্ডস থেকে শুরু লর্ডসেই শেষ

» দক্ষিণ আফ্রিকাকে কেন ‘চোকার্স’ বলা হতো, যেভাবে মুছল বদনাম

» ডি মারিয়ার শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চান মেসি

কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে দায়িত্ব নেওয়ার পরও দলকে নিজের ক্যারিয়ারের মতোই গুছিয়ে নেন৷ যদিও খুব দ্রুতই সাফল্য ধরা দেয়নি৷ সাফল্যের জন্য লেগে থাকতে হয়েছে, যা ক্যারিয়ার জুড়েই করে গেছেন রাহুল দ্রাবিড়৷ রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে ২০২১ সালে ভারতের দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়৷ ঠিক সেই বছরে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল ভারতের৷

আইপিএল খেলে তারকা নির্ভর দল বিশ্বকাপে পাড়ি জমানো ভারত প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়৷ দায়িত্ব হাতে পেয়ে দলকে গোছানোর দিকে মনোনিবেশ করেন দ্রাবিড়৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরেই স্বপ্নভঙ্গের সাক্ষী হলেন দ্রাবিড়সহ গোটা ভারতীয় দল৷ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়৷ অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় রোহিতদের৷

সেখানেই থেমে থাকেননি দ্রাবিড়৷ স্বপ্ন বুনতে থাকেন ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ঘরেই রেখে দেবে ভারত৷ শুরুটা হয়েছিল চ্যাম্পিয়নদের মতোই।বিশ্বকাপের একমাত্র অপরাজেয় দল হিসেবে ফাইনাল খেলে রোহিত-কোহলিরা৷ কিন্তু ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ছন্দপতন হয় ভারতের। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন ধামাচাপা দিতে হয় ভারতকে৷

আরও পড়ুন:

» দক্ষিণ আফ্রিকার ‘আট’ ও রাজা রবার্ট দ্য ব্রুসের ‘সাত’

» ক্রিকেটে ডিএলএস পদ্ধতির আবিষ্কারক কে এই ডাকওয়ার্থ? 

বছর না ঘুরতেই আরো একটি স্বপ্নের কাছাকাছি ভারত৷ আইপিএলের মহাযজ্ঞ শেষ করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় ভারত৷ টুর্নামেন্টের শুরু থেকেই অপ্রতিরোধ্য চরিত্রে ধরা দেয় ম্যান ইন ব্লুসরা। জশপ্রিত বুমরাহ, রোহিত শর্মা কিংবা সূর্যকুমার যাদবরা ব্যাটে-বলে ছিলেন দ্রাবিড়ের তুরুপের তাস৷ তবে ব্যতিক্রম ছিলেন বিরাট কোহলি৷

আইপিএলে ব্যাট হাতে রানের ফোয়ারা ঝরানো কোহলি শত চেষ্টা করেও রানের দেখা পাচ্ছিল না। ফাইনালের আগ পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়েই কোহলির ব্যাট ছিল একেবারেউ নিষ্প্রভ। কিন্তু কোহলির ছন্দহীনতা মোটেও আঁচ পড়েনি ভারতীয় দলে। বরং অপরাজেয় দল হিসেবে আবারো ফাইনালে পা রাখে রোহিতরা৷

গত আসরেই অপরাজেয় দল হয়েও ফাইনালে শিরোপা খোয়াতে হয়, এবার দ্রাবিড়ের ভারতের সামনে সুযোগ এসেছে তার শোধ নেওয়া৷ কিন্তু একই সঙ্গে উঁকি দিচ্ছিলো আরেকটি স্বপ্নভঙ্গের যন্ত্রণা। তবে ফাইনালে এবার আর স্বপ্নভঙ্গের জন্ম দেয়নি ভারত৷ দীর্ঘ ১১ বছর পর দ্রাবিড়ের অধীনে আইসিসির কোনো বৈশ্বিক শিরোপা ঘরে তোলে৷ এমন অর্জনে অবশ্য পুরো দলের পরিবেশ বদলে যায়৷ ক্রিকেটারদের চোখে-মুখে ফুটে ওঠে দলের প্রতি আবেগ আর ভালোবাসার সম্মিলন৷

Rahul Dravid with T20 WC Trophy

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা হাতে দ্রাবিড়। ছবি- সংগৃহীত

ব্যতিক্রম ছিলেন না দ্রাবিড়ও৷ দু-ফোটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ বেয়ে৷ ভারতের বহুদিনের আক্ষেপ মেটানোর জন্য এ ছিল আনন্দের অশ্রু৷ বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড়কে নিয়ে ইন্সটাগ্রামে এক পোস্টে রোহিত শর্মা বলেছিলেন,’দেশের শতকোটি মানুষের মতো আমিও আপনাকে দেখেই বড় হয়েছি। আমি ভাগ্যবান যে আপনার সঙ্গে কাজ করতে পেরেছি। আপনি এত বড় মাপের একজন ক্রিকেটার হয়েও নিজের সব অর্জনকে দূরে সরিয়ে আমাদের কোচ হয়েছিলেন। আপনি নিজেকে আমাদের সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছিলেন যে, আমরা আপনাকে যেকোনো কিছু বলতে পারতাম। আপনার নম্রতা এবং এত বছর পরও ক্রিকেটের প্রতি অনুরাগ আমাদের মুগ্ধ করে।’

তবে নম্রতা আর সুব্যক্তিত্বদের আরো একটি উদাহরণ স্থাপন করেন দ্রাবিড়৷ বিশ্বজয় করে ভারতে ফেরার পর পুরো দলের জন্য ১২৫ কোটি রুপির বোনাস দেওয়ার ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বিশ্বকাপের মূল দলে থাকা প্রত্যেকের জন্য বরাদ্দ করা হয় ৫ কোটি রুপি৷

রাহুল দ্রাবিড়ের জন্যও ৫ কোটি রুপি নির্ধারণ করা হয়। কিন্তু দ্রাবিড়ের সহকারীরা প্রত্যেকের জন্য ধার্য করা হয় আড়াই কোটি রুপি। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মাম্ব্রেরা পাচ্ছেন আড়াই কোটি করে। যা নিয়ে আপত্তি দ্রাবিড়ের৷ তাই নিজেও কোচিং প্যানেলের সবার মতো আড়াই কোটি রুপি নেওয়ার কথা বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন৷ পরবর্তীতে অতিরিক্ত আড়াই কোটি রুপি নেননি দ্রাবিড়৷ ক্যারিয়ার জুড়েই ছিল এমনটাই ছিল দ্রাবিড়ের সহজাত বৈশিষ্ট্য।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/টিএইচ/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট