শিরোপা ধরে রাখার বড় প্রত্যাশা নিয়েই সাফ নারী চ্যাম্পিয়নশিপে এবারের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে এমন সমীকরণের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ।
আজ রোববার (২০ অক্টোবর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল সাবিনা খাতুন-মারিয়া মান্দারা। হারের দিকে এগোতে থাকা ম্যাচে শেষ মুহূর্তের গোল করে পাকিস্তানকে রুখে দিয়েছে গেল বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে আসলেও ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে যোগ করার সময়ের প্রথম মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলার নারীরা। মাঠের বাঁ প্রান্ত ধরে এগিয়ে আসা রিতু চাকমার বাড়ানো দারুন ক্রস থেকে হেডে গোল করেন শামসুর নাহার।
আরও পড়ুন:
» বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান, একাদশে এক পরিবর্তন
» বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন জ্যোতি
এর আগে ম্যাচের ৩২তম মিনিটে ইশরা খানের গোলে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ডি বক্সের অনেকটা বাইরে পেয়ে যান তিনি। এরপর দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন এই নারী পাক ফুটবলার।
তবে শেষ পর্যন্ত গোল হজম না করলে সুবিধাজনক আবস্থানেই থাকতো পাকিস্তান। কেননা তাহলে এই গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে বিকল্প থাকতো না পরের ম্যাচে ভারতকে হারানোর। তবে এবার সাবিনা খাতুনরা ভারতের কাছে সর্বোচ্চ দুই গোল ব্যবধানে হারলেও নিশ্চিত করবে সেমিফাইনাল।
সাফের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (২৩ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেই ম্যাচটি নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৪/এফএএস