ক্লাস থ্রি থেকে মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ ভক্ত বিবি আয়েশা। ধীরে ধীরে যত বড় হতে থাকে, ততই প্রিয় ক্রিকেটারকে দেখার আগ্রহ তীব্র হতে থাকে ছোট্ট আয়েশার। তবে আজ আর সে, ছোট্ট নয়। বয়স পেরিয়েছে ১৭। প্রথমবার দেখতে এসেছেন বিপিএল। কিন্তু বিপিএল নয়, আয়েশার মূল উদ্দেশ্য ছিল স্বপ্নের তারকা রিয়াদকে দেখা।
রাজধানীর অদূরে সাভার থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে এসেছিলেন আয়েশা। ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী আয়েশার গ্রামের বাড়ি নোয়াখালীর সদর উপজেলায়। মাহমুদউল্লাহকে দেখতে নিয়ে এসেছিলেন নিজ হাতে আঁকা রিয়াদের ছবিও। পুরো ম্যাচজুড়ে চেষ্টা করেছিলেন ক্যামেরায় আসার। কিন্তু পারছিলেন না।
খুব কাছে এসেও যখন প্রিয় তারকাকে কাছ থেকে দেখা হলো না, হাতে আঁকা ছবিটা উপহার দেয়া হলো না, তখন একবুক হতাশা নিয়ে যখন গ্যালারি থেকে বের হয়েছিলেন আয়েশা। যখন বের হয়ে যাবেন মিরপুর স্টেডিয়াম থেকে ঠিক তখনই সাংবাদিকেরে ক্যামেরায় আসে আয়েশা। এরপর কান্না বিড়জিড় কন্ঠে আয়েশা বলতে থাকে মনের সুপ্ত বাসনার কথা।
এরপর চেষ্টা করা হয় আয়েশার সাথে মাহমুদউল্লাহ রিয়াদের দেখা করানোর। ম্যাচ শেষ হওয়ার পর ফরচুন বরিশালের গাড়ীর সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে এলেন রিয়াদ। দেখা করলেন ভক্তের সঙ্গে। নিলেন হাতে আঁকা ছবি। সিক্ত হলেন ভক্তের ভালোবাসায়। আয়েশাও স্বপ্নপূরণের মুহূর্ত করলেন ফ্রেমবন্দী।
রিয়াদের পাশাপাশি তাওহীদ হৃদয়ের ছবিও এঁকে এনেছিলেন আয়েশা। পরে তিনিও আয়েশার হাত থেকে নেন ভক্তের আঁকা উপহারটি। স্বপ্নপূরণের আনন্দ যেন উদ্বেলিত করে দেয় আয়েশাকে। উচ্ছ্বসিত হয়ে জানান নিজের অনুভূতির কথা।
আজকের জয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে মাহমুদউল্লাহর দল। আগামী ২৬ ফেব্রুয়ারি প্লে-অফের ম্যাচে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে।
আরও পড়ুন: দুই ম্যাচের জন্য বিপিএল টিকিটের দাম বাড়ালো বিসিবি
ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এজে