Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ দল থেকে বাদ, অভিমান থেকে অবসরে কিউই ওপেনার

Dropped from World Cup squad, Kiwi opener retires out of pride
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন কলিন মুনরো। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কিন্তু চমকের বিষয় হলো, দলে সুযোগ হয়নি অভিজ্ঞ ওপেনার কলিন মুনরোর। ২০২০ সালের পর কিউইদের হয়ে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যায়নি তাকে। যদিও বিশ্বকাপকে সামনে রেখে মুনরোর সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা।

কিন্তু আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ না দেখায় দলে জায়গা হারান এই মারকুটে ওপেনার। তাতেই কি না অভিমানের জায়গা থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুনরো।

অবসরের প্রসঙ্গে কিউই ওপেনার বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলা। এই জার্সি পড়াতে যে গর্ব আমি অনুভব করেছি সেটা অন্য কিছুতে পাইনি। সব সংস্করণে মোট ১২৩ বার এই অনুভূতি অনুভব করার সুযোগ হয়েছে আমার। এটা নিয়ে আমি সারা জীবন গর্ব করে যাবো।’

মুনরো আরও বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে আমি শেষ ম্যাচ খেলেছি কয়েক বছর আগে। এরপরও আমি হাল ছেড়েছিলাম না। আমার আশা ছিল, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ফর্ম কাজে লাগিয়ে ঠিকই আমি জাতীয় দলে জায়গা করে নিতে পারবো। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড দেখার পর মনে হয়েছে, জাতীয় দলের দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার এটাই উপযুক্ত সময়।’

ব্ল্যাক ক্যাপসদের হয়ে তিন সংস্করণ মিলিয়ে কলিন মুনরোর মোট ম্যাচ সংখ্যা ১২৩ টি। যেখানে মোটে ১ টি টেস্ট ম্যাচ থাকলেও ওয়ানডে খেলেছেন ৫৭ টি। আর সর্বোচ্চ ৬৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ডবুকে কোহলি-গেইলদের সঙ্গে সাকিব 

ক্রিফোস্পোর্টস/১০মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট