নারী ফুটবল বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে অঘটনের জন্ম দিয়েছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ও ফিফা র্যাংকিংয়ে ২-এ থাকা দল জার্মানি।
গ্রুপ এইচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেছিল জার্মানি। তাই নক আউট পর্বে উঠতে হলে এই ম্যাচ জিততেই হতো জার্মানদের। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল জার্মানি।
খেলা মাঠে গড়ানোর ৬ মিনিটেই চো-সো-হিউনের গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া তবে ৪২ মিনিটেই জার্মানদের সমতায় ফিরিয়ে আনেন অধিনায়ক আলেকজান্দ্রা পোপ। কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে কোন দলই গোল করতে পারেনি। ফলশ্রুতিতে মহিলা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো নক আউট পর্বে জায়গা করে নিতে পারলো না জার্মানি।
জার্মানি অধিনায়ক আলেকজান্দ্রা পোপ খেলা পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন,”সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না, আমি জানি না আমার আসলে কি বলা উচিৎ। আমি সত্যিই বুঝতে পারছি না যে কি হয়ে গেলো। হ্যাঁ, আমার কোন ধারণা ছিলো না। আমরা খুবই হতাশ , একটা গোল খুবই প্রয়োজন ছিলো আমাদের ।
গ্রুপ পর্বে নারী বিশ্বকাপ থেকে জার্মানির এমন অপ্রত্যাশিত বিদায়ে দলের পারফরম্যান্স ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহলে। মহিলাদের ফুটবলের অন্যতম শীর্ষস্থানীয় দল হিসাবে, তাদের প্রথম দিকে বাদ যাওয়া সমর্থক এবং খেলা বিশেষজ্ঞদের অবাক করেছাড়ি
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৪ আগস্ট), মাঠে নামবে সাকিব ও হৃদয়
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৩/এমএইচ