সদ্য ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এবার হোম ভেন্যুতে পাকিস্তানের পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটিতে। তবে ভেন্যু জটিলতার কারণে সিরিজটি আয়োজন হতে পারে নিরপেক্ষ কোন দেশে।
পাকিস্তান গণমাধ্যমের দাবি, ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া এই টেস্ট সিরিজটি সরিয়ে নেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায়। মূলত তারা কারণ হিসেবে বলছে- পাকিস্তানের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা থাকায়, সকল ভেন্যু এখন সংস্কার কাজের মধ্যে রয়েছে।
পাকিস্তান যদি পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ আয়োজন করতে চায়, তবে বন্ধ রাখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে চলা ভেন্যু গুলোর সংস্কার কাজ। আর এমনটা হলে আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিপাকে পড়তে পারে দেশটির ক্রিকেট বোর্ড।
আর তাই পাকিস্তানের গণমাধ্যমের দাবি, এমন সম্ভাবনা এড়াতে ইংল্যান্ড সিরিজ নিরপেক্ষ কোন ভেন্যুতে স্থানান্তরের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সে ক্ষেত্রে পাকিস্তানের পছন্দের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি।
তবে এবারই প্রথমবার নিরপেক্ষ কোন ভেন্যুতে খেলার পরিকল্পনা করছে পাকিস্তান তেমনটি নয়। দীর্ঘদিন দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ থাকা কালীন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যু নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান। এবার অবশ্য ভিন্ন কারণে খেলতে পারে নিরপেক্ষ ভেন্যুতে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ অক্টোবর মুলতানে শুরু হওয়ার কথা আছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সেখান থেকে পরবর্তী দুই ম্যাচ খেলার জন্য ধারাবাহিক ভাবে করাচি ও রাওয়ালপিন্ডিতে যাওয়ার কথা রয়েছে। যেখানে ১৫ অক্টোবর যথাক্রমে দ্বিতীয় টেস্ট ও ২৪ অক্টোবর তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: মেসির ১০ নম্বর জার্সিতে গোল করে যা বললেন দিবালা
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/এফএএস