Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে জিতল বেরসিক বৃষ্টি

Ban Vs Nz 2nd T-20
বৃষ্টির কারনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যাক্ত। ছবি- সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে আগেই এগিয়ে গিয়েছিল সফরকারী বাংলাদেশ। আজ (শুক্রবার) মাউন্ট মঙ্গানুইয়ে তাই নাজমুল হোসেন শান্তর দলের লক্ষ্য ছিল সিরিজ জয় নিশ্চিত করার। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ের বেরসিক বৃষ্টি তা আর হতে দিল না। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ তাই পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ আম্পায়াররা।

গতকাল রাত থেকেই পরা গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ম্যাচ শুরুর আগে বৃষ্টি না থাকায় ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হয়। ম্যাচের ১১ তম ওভারে ফের বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। কিন্তু ঘন্টাখানেকের বেশি সময় ধরে বৃষ্টি চলমান থাকায় ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। খেলা বন্ধের আগ পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তোলে।

ইনিংসের শুরুটা যদিও ভাল হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ওভারেই কিউই ওপেনার ফিন অ্যালেন প্যাভিলিয়নে ফেরেন। টাইগার পেসার শরিফুল ইসলাম অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে শর্ট লেন্থে বল করলে এক্সট্রা কভারের উপর দিয়ে তা মারতে যান ফিন। কিন্তু ঠিকমত টাইমিংনা হওয়ায় রিশাদের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই কিউই ওপেনার। ৫ বলে ২ রান করেন তিনি।

তবে শুরুর ধাক্কা ড্যারিল মিচেল এবং টিম সেইফার্টের কল্যাণে ভালোমতোই সামাল দেয় নিউজিল্যান্ড। মিচেল ধীরগতিতে খেলতে থাকলেও ওপর প্রান্তে থাকা সেইফার্ট ব্যাটে ঝড় তোলেন। শেষ পর্যন্ত এই বিধ্বংসী ওপেনারকে সাজ ঘরে ফেরান গত ম্যাচের খরুচে বোলার তানজিম সাকিব। ২৩ বলে ৪৩ রানে আউট হন তিনি, ফলে মিচেলের সাথে করা ৪৯ রানের কার্যকরী জুটিটিও ভেঙে যায়।

এই মাঠেই আগামী ৩১ ডিসেম্বরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পরশুর ম্যাচে জিততে পারলেই সিরিজ জিতে যাবে লাল সবুজ বাহিনী। আর সিরিজ ড্র করতে চাইলে শেষ ম্যাচে কিউইদের জিততেই হবে। শেষ ম্যাচটি অবশ্য ফ্লাডলাইটের আলোয় হবে না, বাংলাদেশ সময় ভোর ৬ টায় মাঠে গড়াবে ম্যাচটি।

আরও পড়ুন: ড্রেসিংরুমে ঘুমালেই জরিমানা করা হবে পাকিস্তানি ক্রিকেটারদের 

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট