Connect with us
ক্রিকেট

ডাচ বাংলা ব্যাংক এবারের বিপিএলের টাইটেল স্পন্সর

BPL T20
বিপিএল লোগো। ছবি: সংগৃহীত

আজ (বুধবার) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লোগো উন্মোচন হয়েছে। টুর্নামেন্টটির ১১তম আসরের
প্রধান স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংক।

এছাড়াও পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ-বাংলা ব্যাংকেরই দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ।

উক্ত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেমের পাশাপাশি মোঃ শিরিন ও বিপিএল-এর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস্ হোল্ডার ইমপ্রেস-মাত্রার পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক দীর্ঘদিন ধরেই। বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট আয়োজিত হয়েছিল ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায়। এছাড়াও দীর্ঘসময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের হোম সিরিজের টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক। তবে বিপিএলে প্রথমবার আয়োজনে সম্পৃক্ত হলো প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বিপিএলের ১১ তম আসর পর্দা উঠবে চলতি বছরের ৩০ ডিসেম্বর। ৭ ফেব্রুয়ারী-২০২৫ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ২০১২ সালে অনুষ্ঠিত হওয়া এ টুর্নামেন্টটি।

আরও পড়ুনঃ গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম

ক্রিফোস্পোর্টস/৬ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট