Connect with us
ফুটবল

আর্জেন্টিনা দলে জায়গা হলো না দিবালার, কী পরিকল্পনা স্কালোনির?

CrifoSports Paolo Dybala
আর্জেন্টিনার প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা হলো না দিবালার

দক্ষিণ আমেরিকার ফুটবল সেরার দ্বৈরথ শুরু হওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসছে। আসন্ন কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে ওই দুই ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কিন্তু ওিই দলে জায়গা হয়নি পাওলো দিবালার।

আগামী ১০ জুন ইকুয়েডর ও ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর আগে গতকাল সোমবার (২০ মে) মেসিদের কোচ লিওনেল স্কালোনি ২৯ সদস্যের দল ঘোষণা করেন।

কিন্তু এই ঘোষিত দলে দিবালাকে না দেখে বেশ চমকে গেছেন আর্জেন্টাইন ভক্ত ও ফুটবল বিশেষজ্ঞরা। কেননা রোমার জার্সিতে শেষ ম্যাচেও খেলেছেন দিবালা। অনেকেই মনে করছেন, দিবালা কোনো ইনজুরিতে পড়েছে কি না। তবে স্বস্তির খবর, দিবালা পুরোপুরি ফিট আছেন। কোনো আঘাত বা ইনজুরি নেই তার।

এদিকে আর্জেন্টিনার গণমাধ্যম বলছে, দলের পরিকল্পনার অংশ হিসেবেই দিবালাকে স্কোয়াডে রাখা হয়নি। মূলত বিশ্রাম দিতেই দুই প্রীতি ম্যাচে দিবালাকে দলে রাখা হয়নি। একই সঙ্গে পরীক্ষিত দিবালার পরিবর্তে তরুণদের সুযোগ দিয়ে দেখতে চেয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। তারা এও বলছে, কোপা আমেরিকার দলে থাকবেন দিবালা।

এদিকে বিভিন্ন ফুটবল বিষয়কস ওয়েবসাইটের প্রতিবেদন বলছে, আসন্ন দুই প্রীতি ম্যাচের যে ২৯ সদস্যের স্কোয়াড, সেখান থেকে তিনজনকে ছাঁটাই করে চূড়ান্ত করে কোপা আমেরিকার দল ঘোষণা করবে আর্জেন্টিনা।

আরও পড়ুন: বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র সিরিজসহ আজকের খেলা (২১ মে ২৪)

ক্রিফোস্পোর্টস/২১মে২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল