পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছে সৌদি আরবের ফুটবল। একে একে অসংখ্য তারকা ফুটবলার নিজেদের নাম লেখাতে শুরু করেন সৌদির ঘরোয়া লিগ গুলোতে। রোনালদো ছাড়াও যেখানে বড় নামের তালিকায় আছে নেইমার, বেনজেমা, সাদিও মানের মতো ডজন খানেক তারকা ফুটবলার।
এবার সেই তারিকা নাম লেখাতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার পাওলো দিবালা। সৌদি প্রো লিগের ক্লাব আল কাদসিয়াতে যোগ দিতে যাচ্ছেন এই ফুটবলার। ইতালিয়ান সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস এমন তথ্য জানিয়েছে। যেখানে তারা সংবাদ করেছে দিবালাকে দলে ভেড়ানোর প্রস্তাব জানিয়েছে ক্লাবটি। এরই মধ্যে আল-কাদসিয়াকে ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি।
এর আগে এএস রোমার হয়ে সিরিয়া লিগে খেলেছেন দিবালা। গত মৌসুমে দলটির হয়ে দুর্দান্ত সময় পার করেছেন এই ফুটবলার। তবে গত কোপা আমেরিকায় আর্জেন্টিনার দলে জায়গা পাননি তিনি। এদিকে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বর্তমানে রোমার আর্থিক টানাপোড়েনের কারণে দল ছাড়তে বাধ্য হচ্ছেন দিবালা। এমনকি বুধবার দলের সঙ্গে নিজের শেষ অনুশীলন সেশনে সতীর্থদের থেকে বিদায়ও নিয়েছেন তিনি।
জানা গেছে বর্তমানে রোমার সঙ্গে আলোচনা করছে আল কাদসিয়া ক্লাব কর্তৃপক্ষ। ফরাসি সংবাদমাধ্যম ফুটমার্কেতোর সংবাদ অনুযায়ী, ৩ থেকে ৪ মিলিয়ন ইউরোর বিনিময়েই দিবালাকে ছেড়ে দিতে রাজি রোমা
এর আগে বর্তমানের এই ক্লাবটিতে যোগ দেওয়া সময় দিবালার রিলিজ ক্লজ ছিল ১২ মিলিয়ন ইউরো। ধারণা করা হচ্ছিল এই মূল্যেই তাকে বিক্রি করবে ক্লাবটি। তবে গত মৌসুমেই শেষ হয়েছে তার রিলিজ ক্লজের মেয়াদ।
এদিকে স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী বাৎসরিক ২০ মিলিয়ন ইউরো বেতনে ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন পাওলো দিবালা। প্রাথমিক চুক্তি অনুযায়ী তিন বছরের জন্য সৌদি ক্লাবে যোগ দেবেন এই আর্জেন্টাইন। সৌদির ক্লাবটি থেকে বোনাস ও অন্যান্য ভাতা সহ সবমিলিয়ে তিন বছরে ৭৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি। গতকাল রাতেই শুরু হয়েছে সৌদি প্রো লিগের নতুন মৌসুম। তাই দ্রুত দিবালাকে দলে বেড়াতে কাজ করছে আল কাদসিয়া।
আরও পড়ুন: বন্যার্তদের জন্য প্রার্থনায় মাশরাফির ফেসবুক পোস্ট
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এফএএস