বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে আজ চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এদিকে দলের অন্যতম তারকা লিওনেল মেসি ইনজুরিতে এখনও আছেন মাঠের বাইরে। তবে চিলির বিপক্ষে জয় তুলে নিতে খুব একটা কষ্ট করতে হয়নি মেসিবিহীন আর্জেন্টিনাকে।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন দলের জয়ের ম্যাচে গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টার, আলভারেজ ও দিবালা। এই জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শীর্ষস্থান আরও পোক্ত করল আলবিসিলেস্তেরা।
যেদিন ম্যাচের শুরু থেকে ঘরের মাঠে চিলিকে চেপে ধরে স্বাগতিকরা। বল দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে আর্জেন্টিনা। শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ চালায় দলটি। তবে ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে কোন সফলতা তারা।
বরং প্রথমার্ধের যোগ করার সময়ে এগিয়ে যেতে পারতো চিলি। ডি-বক্স থেকে নেয়া এক দারুন হেড গোল পোস্টে লেগে বাধা পেলে এগিয়ে যাওয়া হয়নি সফরকারীদের। উল্টো দ্বিতীয় আর্ধের শুরুতেই লিড নিয়ে নেয় স্বাগতিক আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টার করেন প্রথম গোল।
ম্যাচের ৪৮তম মিনিটে ডি-বক্সের ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল পেয়ে দারুন ফিনিশিংয়ে জালে জড়ান এই লিভারপুলের মিডফিল্ডার। এরপর ম্যাচে ফেরার কিছু চেষ্টা চালায় চিলি। তবে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৮৪তম মিনিটে গিয়ে আরও এক গোল খেয়ে বসে তারা।
আর্জেন্টিনার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া এক জোরালো শট গোলবারের ওপরের পোস্ট লেগে ঢুকে যায় জালে। এতে চিলির ম্যাচে ফেরার আশায় পড়ে পানি। উল্টো শেষ দিকে যোগ করা সময়ে চিলির কফিনে শেষ পেরেক ঠোকেন বদলি নামা দিবালা।
দলে মেসি না থাকায় আক্রমণ ভাগের শক্তি বাড়াতে পাওলো দিবালাকে নেয়া হয়েছিল দলে। ডি-বক্সের ডান প্রান্তে বল পেয়ে আড়াআড়ি দারুণ শটে গোল করেন তিনি। এতে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বাছাই পর্বে নিজেদের খেলা ৭ ম্যাচে ৬ জয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আলবিসিলেস্তেরা।
আরও পড়ুন: ব্যালন ডি’অরের তালিকায় নেই রদ্রিগো, নেইমারের ক্ষোভ
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/এফএএস