Connect with us
ক্রিকেট

দীর্ঘ ১৬ মাস পর ২২ গজে ফিরছেন এবাদত

Ebadot Hossain
এবাদত হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়ে দীর্ঘ ১৬ মাস ২২ গজের বাইরে আছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। আজ (শনিবার) দীর্ঘ সময় পর ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছেন এই পেসার।

এসিএল ইনজুরির ফাঁদে একবার পড়লে খেলোয়াড়দের ক্যারিয়ার শেষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সাধারণত ফুটবলাররা এই ইনজুরির শিকার বেশি হয়ে থাকেন। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এই ইনজুরিতেই দীর্ঘ এক বছর মাঠের বাইরে কাটিয়ে কিছুদিন আগে মাঠে ফিরেছিলেন। তবে এসিএল ইনজুরিতে পড়তে ক্রিকেটাদের খুব কম-ই দেখা যাই। যারা এই ইনজুরিতে পড়েন, তারা নিজেদের হতভাগা মনে ভাবতেই পারে।

এসিএল ইনজুরি কাটিয়ে অবশেষে ২২ গজে ফিরছেন এবাদত। গতকাল (শুক্রবার) রাতে নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেন এই পেসার। পোস্টে তিনি লিখেছেন, ‘ ইনশাআল্লাহ দীর্ঘ ১৬ মাস পর আগামীকাল থেকে ফের ক্রিকেটে যাত্রা শুরু করছি। আমি পরিবার-বন্ধু এবং যারা আমাকে যাত্রায় সাহায্য করেছেন এবং আমার সমর্থকদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, বিসিবির ফিজিও/ প্রশিক্ষক ও বিসিবি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

গেল বছরের জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হোন এবাদত। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান এসিএল ইনজুরিতে পড়েছেন তিনি। অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাস্ন প্রক্রিয়া পার করে দীর্ঘ ১৬ মাস পর ক্রিকেটে ফিরছেন এই পেসার।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২০টি টেস্ট খেলেছেন এবাদত। বল হাতে তিনি ৪২ টি উইকেট শিকার করেছেন লাল বলের ক্রিকেটে। লাল-সবুজের জার্সিতে ওয়ানডেতে ১২ ম্যাচে খেলে ২২ উইকেট নিজের ঝুলিতে ভরেছেন ডান-হাতি এই পেসার। এছাড়াও ৪ টি টি-টুয়ান্টি ম্যাচও খেলেছেন তিনি। শিকার করেছে ৭ উইকেট।

আরও পড়ুন: নারী ইভেন্টে স্বর্ণ জেতা বক্সার আসলে ছিলেন পুরুষ!

ক্রিফোস্পোর্টস/৯ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট