Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে আশাবাদী এবাদত

Ebadot Hossain
এবাদত হোসেন চৌধুরী। ছবি- সংগৃহীত

বাংলাদেশের পেস বোলিং বিভাগের একটি শক্তিশালী নাম এবাদত হোসেন। সাম্প্রতিক সময়ে বোলিংয়ে অনেক উন্নতি করেছেন এই পেসার। মাঠেও পারফরম্যান্স করে যাচ্ছিলেন নিয়মিত। তবে ইনজুরির কারণে বিদায়ী বছরটা রাঙানো হয়নি তার। ওয়ানডে বিশ্বকাপের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার সার্ভিস মিস করবে দল। তবে বিশ্বকাপের আগেই মাঠে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই ডানহাতি পেসার।

আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এবাদত বলেন, আমি আশা করছি বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে পারবো। মেডিকেল বিভাগ থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাচ্ছি।আমার রিহ্যাবটা খুব ভালো যাচ্ছে। ধীরে ধীরে স্ট্রেংথ ফিরে পাচ্ছি। আশা করি সামনে আরো ভালো কিছুই হবে।

পুনর্বাসন প্রক্রিয়া পুরোপুরি মেনেই পুনরায় মাঠে ফিরতে চান এবাদত। এক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করছেন না এই পেসার। ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে না পেরে কিছুটা খারাপ লেগেছে তার। তাই তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে আশাবাদী সিলেট রকেট খ্যাত এই পেসার।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী এবাদতের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে আগস্ট-সেপ্টেম্বরর। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বিশ্বকাপে অংশ নিতে পারবেন না এই পেসার।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান এবাদত। পরবর্তীতে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যান এই ডানহাতি পেসার।

আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনায় সাবেক কোচ মিকি আর্থার 

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট